Malaika Arora: প্রেমে বিশ্বাসী, কিন্তু দ্বিতীয় বিবাহের জন্য প্রস্তুত নই: মালাইকা আরোরা
Malaika Arora on Marriage: সদ্য, জীবন নিয়ে কথা বলতে গিয়ে মালাইকা বলেন, মেয়েদের উচিত বিবাহিত সম্পর্কে যাওয়ার আগে জীবনের অভিজ্ঞতা নেওয়া।

কলকাতা: ফিটনেস থেকে শুরু করে ব্যক্তিগত জীবন.. প্রত্যেক সময়েই তিনি থাকেন চর্চায়। ৫২ বছর বয়সেও তিনি ফিটনেসে কড়া টক্কর দেন বর্তমানের নায়িকাদেরও। অন্যদিকে, ব্যক্তিগত জীবন, কখনও প্রেম, কখনও বিচ্ছেদ.. সব কিছু নিয়েই তিনি চর্চায় থাকেন। তিনি মালাইকা অরোরা (Malaika Arora)। তবে সদ্যই নিজের ব্যক্তিগত জীবনে বিয়ে আর বিচ্ছেদ নিয়ে মুুখ খুলেছেন তিনি। মাত্র ২৫ বছর বয়সে আরবাজ খানের (Arbaaz Khan) সঙ্গে বিবাহ হয়েছিল মালাইকার। তাঁদের এক পুত্রসন্তানও রয়েছে। কিন্তু মালাইকা আর আরবাজের বিয়ে টেঁকেনি। বিচ্ছেদ হয়ে যায়। এরপরে আরবাজ সুরার সঙ্গে বিয়ের সম্পর্কে যান। অন্যদিকে, মালাইকা দীর্ঘদিন অর্জুন কপূর (Arjun Kapoor) -এর সঙ্গে সম্পর্কে থাকার পরে বিচ্ছেদের ঘোষণা করেন। আর সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, কোনো মেয়েরই খুব অল্প বয়সে বিবাহিত সম্পর্কে যাওয়া উচিত নয়।
সদ্য, জীবন নিয়ে কথা বলতে গিয়ে মালাইকা বলেন, মেয়েদের উচিত বিবাহিত সম্পর্কে যাওয়ার আগে জীবনের অভিজ্ঞতা নেওয়া। কম বয়সে বিয়ে করাকে মালাইকা 'ভুল' বলে উল্লেখ করেছেন এবং আবেদন করেছেন, অন্য কেউ যেন এই রকমের ভুল না করেন। অভিনেত্রীর কথায়, 'দয়া করে খুব কম বয়সে বিয়ে করার ভুল করবেন না। হ্যাঁ, বিবাহিত জীবনে অনেক সুন্দর মুহূর্ত এসেছে। এর মধ্যে সবচেয়ে ভাল হল, আমি কম বয়সে সন্তান পেয়েছি। কিন্তু জীবনকে একটু বাঁচুন এবং অভিজ্ঞতা অর্জন করুন। তারপর বিয়ের সিদ্ধান্ত নিন। বিয়ের আগে আর্থিকভাবে এবং মানসিকভাবে স্বাধীন হন।'
মালাইকা আরবাজ খানের সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়েও খোলামেলা আলোচনা করেছেন। নিজেদের সন্তান, বিচ্ছেদের পরে তাঁর সঙ্গে সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন মালাইকা। অভিনেত্রী বলছেন, 'আমি বিয়েতে বিশ্বাস করি, কিন্তু তার মানে এই নয় যে বিয়ে জিনিসটা আমার জন্য। যদি কখনও বিয়ে করার মতো পরিস্থিতি তৈরি হয়, ভাল। কিন্তু আমি এখনও পর্যন্ত এটার জন্য প্রস্তুত নই। আমি নিজের জীবন নিয়ে খুব খুশি। আমার বিয়ে হয়েছিল, তারপর আমি সেই সম্পর্ক ছেড়ে অনেকটা এগিয়ে গিয়েছি। আমি অনেক সম্পর্কে থেকেছি। কিন্তু আমি এতে ক্লান্ত নই। আমি এখনও আমার জীবনকে ভালোবাসি। আমি ভালোবাসার ধারণা পছন্দ করি। আমি ভালোবাসা পেতে এবং ভালোবাসা দিতে পছন্দ করি। আমি এমন পরিস্থিতিতে থাকতে পছন্দ করি যেখানে আমি একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারি। তাই, আমি এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে একই সঙ্গে, আমি বিয়ের জন্য প্রস্তুত নই। যদি কখনও কেউ এসে আমার দরজায় কড়া নাড়ে, আমি গ্রহণ করব।'






















