এক্সপ্লোর
ইনস্টাগ্রামে উত্তেজক ছবি পোস্ট করলেন মল্লিকা শেরাওয়াত, ট্রোলরা ডাকল ‘আন্টি’

মুম্বই: ও আন্টি, এ সব বন্ধ কর। তুমি বুড়ি হয়ে গিয়েছ আন্টি, বয়স কম দেখানোর চেষ্টা করছ কিন্তু সব বোঝা যাচ্ছে যে। আন্টি, তোমার দিন শেষ। এমনই একের পর এক বিদ্রূপ মাখা মন্তব্যে ভূষিত হলেন মল্লিকা শেরাওয়াত। মার্ডারের সেই খুনখারাপি অভিনেত্রী ইনস্টাগ্রামে নিজের এক উত্তেজক ছবি পোস্ট করেছিলেন। বুঝতেও পারেননি, সত্যিই তাঁর দিন গিয়েছে।
বহু বছর বলিউডে নেই মল্লিকা। কিন্তু মার্ডার, পেয়ার কে সাইড এফেক্টস ও ওয়েলকামের মাখো মাখো দৃশ্যের জন্য আজও তাঁকে মনে রেখেছেন দর্শকরা। শেষ তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছে চিনা ফ্যান্টাসি-অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবি টাইম রাইডার্সে, সর্প রানির ভূমিকায়।
বহু বছর বলিউডে নেই মল্লিকা। কিন্তু মার্ডার, পেয়ার কে সাইড এফেক্টস ও ওয়েলকামের মাখো মাখো দৃশ্যের জন্য আজও তাঁকে মনে রেখেছেন দর্শকরা। শেষ তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছে চিনা ফ্যান্টাসি-অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবি টাইম রাইডার্সে, সর্প রানির ভূমিকায়। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















