এক্সপ্লোর
Advertisement
'মণিকর্ণিকা'র কঙ্গনাকে দেখে মুগ্ধ সহঅভিনেতা টলিউডের যীশু, প্রতিক্রিয়া সেটে সত্যিকারের দেবী দাঁড়িয়েছিলেন
মুম্বই: কঙ্গনা রানাউতের ছবি 'মণিকর্ণিকা'য় অভিনয় করেছেন টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত। এখবর এখন সকলেরই জানা, কিন্তু যেটা অনেকেই জানেন না, সেটা হল যীশু কঙ্গনার রূপের ছটায় কার্যত বাকরুদ্ধ। যীশু সেটে কঙ্গনাকে দেখে তাঁর প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, মনে হচ্ছিল শ্যুটিং সেটে যেন সত্যিকার দেবী আবির্ভূত হয়েছেন।
ছবিতে নিজের প্রথম শ্যুটিং শিডিউল এরমধ্যেই সম্পূর্ণ করে ফেলেছেন যীশু। এমাসের শেষে রাজস্থানের বিকানেরে নিজের পরবর্তী শিডিউলের জন্যে টিমের অন্য সদস্যদের সঙ্গে যোগ দেবেন যীশু। ছবিতে গঙ্গাধার রাওয়ের ভূমিকায় দেখা যাবে যীশুকে। টলি অভিনেতার মনে হয়েছে, কঙ্গনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, তাঁর নিজের অভিনয় জীবনে বাড়তি পাওনা হিসেবে থেকে যাবে। ছবির সেটে কঙ্গনা ভীষণই ভদ্র এবং নম্র, বলেছেন যীশু। অভিনয়টা কঙ্গনার ভেতর থেকে আসে। তবে তিনি নিজে তারকা হলেও, শ্যুটিং সেটের অন্য সদস্যদের সঙ্গে সবসময় সহযোগিতাই করেন, বক্তব্য যীশুর।
ছবিতে যীশুর লুক নিয়ে কাজ করেছেন জাতীয় পুরস্কার জয়ী ফ্যাশন ডিজাইনার নীতা লুল্লা। ছবিটি পরিচালনা করেছেন জগরলামুদী রাধাকৃষ্ণ। ছবিতে অভিনয়ের জন্যে এবং নিজের চরিত্রটি সঠিক আঙ্গিকে ফুটিয়ে তোলার জন্যে নিজেও যথেষ্ট গবেষণা করেছেন যীশু।
বর্তমানে যীশু ব্যস্ত রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়ের ছবি এক যে ছিল রাজার শ্যুটিং নিয়ে। 'মণিকর্ণিকা'র আগেও একাধিক বলিউড ছবিতে কাজ করেছেন যীশু। তারমধ্যে রয়েছে 'বরফি', 'মর্দানি', 'পিকু'র মতো একাধিক হিট ছবি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement