Manoj Bajpayee: মাতৃহারা মনোজ বাজপেয়ী, ১ বছর আগে প্রয়াত অভিনেতার বাবাও
Manoj Bajpayee mother death: গত ২০ দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতার মা। ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৮০ বছরের গীতাদেবী। মনোজ ছাড়াও গীতাদেবীর আরও দুই পুত্র ও ৩ কন্যাসন্তান রয়েছেন
মুম্বই: প্রয়াত অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)-র মা গীতা দেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। আজ নয়াদিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতার মা। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, আজ, অভিনেতার মুখপাত্র এই খবর সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নেন। আজ সকাল সাড়ে ৮টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গত ২০ দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতার মা। ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৮০ বছরের গীতাদেবী। মনোজ ছাড়াও গীতাদেবীর আরও দুই পুত্র ও ৩ কন্যাসন্তান রয়েছেন। গত বছরের অক্টোবর মাসে, ৮৩ বছর বয়সে দিল্লিতেই মনোজ বাজপেয়ীর বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এক বছর পরে চলে গেলেন অভিনেতার মা-ও।
আরও পড়ুন: Kajol: শাহরুখ এবং অজয়ের সাফল্যের মধ্যে পার্থক্য কোথায়? জানালেন কাজল
বহু ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে দর্শকদের অত্যন্ত পছন্দের অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। 'গ্যাংস অফ ওয়াসিপুর', 'সত্য', 'আলিগড়' হোক কিংবা 'স্পেশাল ছাব্বিশ', প্রত্যেক ছবিতেই মনোজ বাজপেয়ী নিজের দক্ষতায় অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন দর্শকদের মনে। শোনা গিয়েছিল, 'পুষ্পা দ্য রাইজ' ছবির (Pushpa The Rise) দ্বিতীয়ভাগে দেখা যেতে পারে তাঁকে। সূত্রের খবর, পুলিশ অফিসারের চরিত্রে দেখা যেতে পারে মনোজ বাজপেয়ীকে, তবে এই খবরে এখনও শিলমোহর দেননি অভিনেতা।
Manoj Bajpayee's mother Geeta Devi passes away
— ANI Digital (@ani_digital) December 8, 2022
Read @ANI Story | https://t.co/oiNOwqeVmt#ManojBajpayee #mother pic.twitter.com/I7VWU8rDW0