এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
দীর্ঘ রোগভোগের পর মারা গেলেন রানি মুখোপাধ্যায়ের ‘মেহেন্দি’ ছবির সহ-অভিনেতা ফারাজ খান
তাঁর হিট ছবির তালিকায় রয়েছে ’ ফারেব‘। দীর্ঘ রোগভোগের পর আজ সকালে চলে গেলেন এই ছবির নায়ক ফারাজ খান। বয়স হয়েছিল ৫০ বছর।
মুম্বই: ৯০-য়ের দশকে একাধিক হিট ছবির নায়ক ছিলেন ফারাজ খান। রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ’মেহেন্দি‘ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছিল। তাঁর হিট ছবির তালিকায় রয়েছে ’ ফারেব‘। দীর্ঘ রোগভোগের পর আজ সকালে চলে গেলেন এই ছবির নায়ক ফারাজ খান। বয়স হয়েছিল ৫০ বছর।
With a heavy heart I break the news that #FaraazKhan has left us for what I believe, is a better place.Gratitude to all for your help & good wishes when he needed it most.Please keep his family in your thoughts & prayers.The void he has left behind will be impossible to fill ????
— Pooja Bhatt (@PoojaB1972) November 4, 2020
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী পূজা ভট্ট। ট্যুইটারে তিনি লিখেছেন, ’’খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি ফারাজ খান আমেদের ছেড়ে চলে গিয়েছে। তবে আমি মনে করি সেটা এর চেয়ে আরও ভালো জায়গা। যাঁরা এতদিন ওর পাশে ছিলেন, সাহায্য করেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। ওর পরিবারের জন্য প্রার্থনা করুন। যে শূন্যতা ও রেখে গেল তা পূরণ করা অসম্ভব।‘‘
দীর্ঘদিন ধরে ভুগছিলেন ফারাজ। পরিবারের তরফে জানানো হয়েছে গত এক বছর ধরে বুকে সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন। অতিমারির জেরে তার পরিস্থিতির আরও অবনতি হয়। ৮ অক্টোবর চিকিৎসকের সঙ্গে ভিডিয়ো কনসালটেশনের পর তাঁর পরামর্শ মেনে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসার খরচ চালানোর জন্য অনলাইনে সাহায্যের আবেদন জানায় পরিবার। সেই আবেদন চোখে পড়ায় সাহায্যের হাত বাড়িয়ে দেন অভিনেতা সলমন খান। ফারাজের হাসপাতালের বিলের ২৫ লক্ষ টাকা দিয়ে দেন তিনি। এদিন সলমনের প্রতি ফের কৃতজ্ঞতা জানিয়েছে ফারাজের পরিবার। ফারাজের ছোট ভাই ফামান মুম্বইয়ের এক পত্রিকাকে বলেছেন, ’’সলমন খানের কাছে আমরা আজীবন কৃতজ্ঞ থাকব। ঈশ্বর ওকে ভালো রাখুন। দীর্ঘ-সুস্থ জীবন দিন।‘‘
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement