'Toofan' New Song: ডান্স ফ্লোরে 'তুফান' তুলতে তৈরি মিমি-শাকিব, আসছে 'লাগে উরা ধুরা'
Mimi-Shakib Movie Song: এপ্রিল মাসের শেষের দিকে ঘোষণা করা হয়, ছবির কাস্টে যোগ দিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। রাইহান রফি পরিচালিত বাংলাদেশের এই ছবি।
!['Toofan' New Song: ডান্স ফ্লোরে 'তুফান' তুলতে তৈরি মিমি-শাকিব, আসছে 'লাগে উরা ধুরা' Mimi Chakraborty Shakib Khan Starrer Toofan first song lage ura dhura teaser out 'Toofan' New Song: ডান্স ফ্লোরে 'তুফান' তুলতে তৈরি মিমি-শাকিব, আসছে 'লাগে উরা ধুরা'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/25/87d69ef9d7b61b7790be85933bd40a2f1716628332889229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সিনেমার নাম ঘোষণার সময় থেকেই উত্তেজনা তৈরি করেছে 'তুফান' (Toofan)। বাংলা ছবির তারকা অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবার জুটি বাঁধবেনব বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের (Shakib Khan) সঙ্গে। এবার প্রকাশ্যে এল ছবির তুফানি গানের টিজার। সম্পূর্ণ নাচের মোড়কে তৈরি এই গানের নাম 'লাগে উরা ধুরা'।
মুক্তির অপেক্ষায় শাকিব-মিমির 'লাগে উরা ধুরা'
এবার ডান্স ফ্লোর মাতাবেন মিমি চক্রবর্তী, শাকিব খান। মুক্তির অপেক্ষায় তাঁদের একসঙ্গে প্রথম ছবি 'তুফান'-এর গানের। প্রকাশ্যে এল 'লাগে উরা ধুরা' গানের প্রথম ঝলক। দেখা মিলল বাংলাদেশের তারকা সঙ্গীতশিল্পী প্রীতম হাসান (Pritom Hasan)। তাঁর তত্ত্বাবধানেই তৈরি হয়েছে এই গান তা স্পষ্ট। একেবারে ঝলমলে পোশাকে, গানের তালে পা মেলাতে দেখা গেল মিমি ও শাকিবকে।
View this post on Instagram
প্রসঙ্গত, এপ্রিল মাসের শেষের দিকে ঘোষণা করা হয়, ছবির কাস্টে যোগ দিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। রাইহান রফি পরিচালিত বাংলাদেশের এই ছবি। বহু প্রতীক্ষিত ছবি 'তুফান'-এ বিশেষ চরিত্রের মাধ্যমে নয়া চমক আনবেন চঞ্চল চৌধুরী, মত নির্মাতাদের। ইদে মুক্তি পাওয়ার কথা এই ছবির। মিমি চক্রবর্তীর সঙ্গে এই ছবিতে রয়েছেন বাংলাদেশি তারকা অভিনেত্রী নাবিলা। ছবির প্রযোজনার দায়িত্বে 'এসভিএফ বাংলাদেশ' (SVF), 'আলফা-আই' (Alpha-i) ও 'চরকি' (Chorki)। গত বছর এই ছবির ঘোষণা দর্শক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। ছবিতে মিমির যুক্ত থাকার কথা সম্প্রতিই প্রকাশ্যে আনা হয়।
আরও পড়ুন: Karan Johar: ৫২ পূর্ণ করলেন কর্ণ জোহর, জন্মদিনের পার্টিতে কাজল-অনিল-ফারাহ প্রমুখরা
তিন সংস্থার প্রযোজনায় 'তুফান' ছাড়াও আরও একটি ছবির ঘোষণা করা হয়েছে। 'দুম' ছবির ঘোষণা করা হয়েছে যার পরিচালনা করছেন রেদওয়ান রনি ও মুখ্য ভূমিকায় থাকবেন চঞ্চল চৌধুরী। পরিচালক রাইহান রফি আপাতত 'তুফান' ছবির শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। একসঙ্গে ছবিতে চঞ্চল চৌধুরী ও শাকিব খানকে পেয়ে উচ্ছ্বসিত তিনি। পরিচালকের কথায়, 'আমাদের দেশের পাওয়ারহাউজ অভিনেতা চঞ্চল ভাই এবং 'তুফান' ছবিতে শাকিব খানের সঙ্গে তাঁর যোগদান সম্মানের।' তিন প্রযোজনা সংস্থার তরফেও চঞ্চল চৌধুরীর অভিনয় ক্ষমতার ভূয়সী প্রশংসা করা হয়েছে। এবার দর্শক অপেক্ষায় ছবি মুক্তির।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)