Top Social Post: 'রক্তবীজ' শ্যুটিং-এর নেপথ্য় দৃশ্য় শেয়ার করলেন মিমি,জন্মদিনে রণবীরের জন্য কলম ধরলেন আলিয়া, আজকের 'সোশ্যালে সেরা'
Today Social Post: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: সোশ্য়াল মিডিয়ায় (Social Media) ইতিমধ্য়েই সমাদৃত হয়েছে 'রক্তবীজ' (Raktabeej) -এর ট্রেলার।নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'রক্তবীজ' বড় পর্দায় মুক্তি পাবে ১৯ অক্টোবর।খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের প্রেক্ষাপটে এই প্রথমবার থ্রিলার ছবি পরিচালনা করছেন এই পরিচালকদ্বয়।ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী অভিনীত এই ছবি নিয়ে চড়ছে দর্শকের উন্মাদনার পারদ।আজ নিজের ইন্সটাগ্রাম (Instagram) প্রোফাইলে শ্য়ুটিং-এর নেপথ্য় কিছু দৃশ্য়ের ছবি শেয়ার করলেন মিমি চক্রবর্তী।ছবিতে দেখা যাচ্ছে চোখে সানগ্লাস, মাথায় হেলমেট পরে বাইক চালাচ্ছেন অভিনেত্রী।এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, অনুসূয়া মজুমদারের, কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচার্য্য, অম্বরীশ ভট্টাচার্যের মত অভিনেতারা। উল্লেখ্য়, থ্রিলার ঘরানার এই ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে আবির ও মিমিকে। প্রসঙ্গত বিভিন্ন বিজ্ঞাপনে শিবপ্রসাদ ও নন্দিতার পরিচালনায় কাজ করলেও, এই প্রথম তাঁদের পরিচালনায় ছবিতে অভিনয় করবেন আবির।
আরও পড়ুন...
অন্য়দিকে, আজ তাঁর প্রিয় মানুষের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় টুকরো টুকরো ভাল মুহূর্ত শেয়ার করে নিলেন অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। আজ তাঁর স্বামী রণবীর কপূরের (Ranbir Kapoor) জন্মদিন। রাতেই বাড়িতে হাজির হয়েছিল কেক, সেখানে লেখা ছিল 'রাহার বাবার জন্মদিন'। সোশ্যাল মিডিয়ায় আজ সকালেই রণবীরের সঙ্গে কাটানো একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন আলিয়া। সেখানে যেমন দেখা যাচ্ছে রণবীরের সঙ্গে আলিয়ার মিষ্টি মুহূর্ত.. তেমনই দেখা যাচ্ছে বিয়ের পুরনো ছবিও।
সোশ্যাল মিডিয়ায় আজ আলিয়া লিখেছেন, 'আমার ভালবাসা, আমার প্রিয় বন্ধু.. আমার সবচেয়ে খুশির জায়গা। তুমি এখন আমার সামনে বসে, নিজের গোপন অ্যাকাউন্ট থেকে এই লাইনগুলো পড়ছো নিশ্চয়ই। তোমায় খালি একটা কথাই বলার আছে.. শুভ জন্মদিন ভালবাসা। তুমি সমস্ত কিছু ম্যাজিক্যাল করে দিয়েছো।'
বিয়ের আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ে আলিয়া আর রণবীরের সমীকরণ। তাঁদের বিয়েও হয়েছিল স্বপ্নের মোই। মুম্বইয়ে, পুরনো বাসভবনে স্মৃতিমেদুর এক ব্যালকনিতে বিয়ে করেছিলেন রণবীর আলিয়া। এই ঝুলবারন্দাতেই কত সময় কাটিয়েছিলেন তাঁরা। সেখানেই সাত পাকে বাঁধা পড়েন এই দুই তারকা। আর এরপরে তাঁদের জীবনে আসে ছোট্ট রাহা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial