Mission Raniganj Box Office: কেমন হতে চলেছে 'মিশন রানিগঞ্জ'-এর প্রথমদিনের বক্সঅফিস কালেকশান?
Akshay Kumar: অক্ষয় কুমার, পরিণীতি চোপড়ার সঙ্গে এই ছবিতে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কুমুদ মিশ্র, পবন মলহোত্র, রবি কিষাণ, বরুণ বদোলা, দিব্যেন্দু ভট্টাচার্য, রাজেশ শর্মার মত অভিনেতারা।
কলকাতা: আজই মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের (Akshay Kumar) ছবি 'মিশন রানিগঞ্জ'। অক্ষয়ের বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। ছবি নিয়ে শুরু থেকে চড়ছিল উন্মাদনার পারদ। তবে এবার জানা যাচ্ছে, প্রথমদিনের অগ্রিম বুকিং অনুযায়ী, ৫০ লক্ষেরও টিকিট বিক্রি হয়নি। ফলে এই ছবিটি বক্সঅফিসে কত টাকা আয় করবে তা নিয়ে রীতিমত আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য়, অক্ষয় কুমারের ছবি 'ওহ মাই গড ২'ও (Oh My God 2) বক্সঅফিসে খুব একটা ভাল ফল করতে পারেনি। যদিও সমালোচক মহলে সমাৃদত হয়েছিল এই ছবি।
আরও পড়ুন...
''দ্য় ভ্য়াকসিন ওয়ার'-এর প্রশংসা মোদির মুখে! 'প্রধানমন্ত্রীই অনুপ্রেরণা', বললেন পরিচালক
'মিশন রানিগঞ্জ' ছবির গল্প
ফিল্মটি এক কয়লাখনি দুর্ঘটনা নিয়ে যা দেশ ও বিশ্ব নড়ে বসেছিল এবং যশবন্ত সিংহ গিলের নেতৃত্বে উদ্ধারকারী দলের নিরলস প্রচেষ্টা নিয়ে। 'হিরো' যশবন্ত সিংহ গিল ১৯৮৯ সালের নভেম্বরে রানিগঞ্জে একটি প্লাবিত কয়লাখনিতে আটকে থাকা খনি শ্রমিকদের উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে ভারতে একটি সফল উদ্ধার অভিযান ছিল।
‘মিশন রানিগঞ্জ’ ফিল্মের ট্রেলার কোনও সিনেমাটিক প্রদর্শনীর চেয়ে কম ছিল না। আবেগ, নাটকীয়তা, অনুপ্রেরণা, সাহস এবং প্রাণবন্ত আবহ সঙ্গীতের একটি দুর্দান্ত মিশেল যা কাস্টের দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে সুন্দরভাবে বোনা হয়েছে। অক্ষয় কুমার এবং পরিণীতি চোপড়া অভিনীত এই রেস্কিউ থ্রিলার, বিশাল সংখ্যক কলাকুশলী নিয়ে গর্ব করে এবং রুপোলি পর্দায় চিত্রিত হওয়া অসাধারণ উদ্ধার অভিযান হয়ে উঠতে পারে বলে আশা অনুরাগীদের।
অক্ষয় কুমার, পরিণীতি চোপড়ার সঙ্গে এই ছবিতে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কুমুদ মিশ্র, পবন মলহোত্র, রবি কিষাণ, বরুণ বদোলা, দিব্যেন্দু ভট্টাচার্য, রাজেশ শর্মা, বীরেন্দ্র সাক্সেনা, শিশির শর্মা, অনন্ত মহাদেবন, জামিল খান, সুধীর পাণ্ড্য, বচন পাচেরা, মুকেশ ভট্ট, ওঙ্কার দাস মানিকপুরি। মানুষের যে কোনও পরিস্থিতিতে মোকাবিলা করতে পারার মতো স্থিতিস্থাপকতা এবং সংকল্পই এই ছবির মূল বিষয়।
টিনু সুরেশ দেসাইয়ের 'রুস্তম' ছবির পরবর্তী থ্রিলার এই ছবি। 'রুস্তম' ছবির জন্য প্রথম জাতীয় পুরস্কার পান অক্ষয় কুমার।
দর্শকের এই ছবি কেমন লাগে এখন অপেক্ষা সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন