Mother's Day Special: 'মম' থেকে 'সিক্রেট সুপারস্টার', মা-সন্তানের সম্পর্ক নিয়ে তৈরি ৫ সাম্প্রতিক বলিউড ছবি
Mother's Day Special: মা ও সন্তানের সম্পর্ক নিয়ে একাধিক গল্প, সিনেমা তৈরি হয়েছে বলিউডে (Bollywood)। মা-কে নিয়ে সংলাপও নেহাত কম নেই। যেমন ধরুন, 'মেরে পাস মা হ্যায়'। তেমনই কিছু ছবির নমুনা রইল।
নয়াদিল্লি: খুব আনন্দের মুহূর্তে বা খুব কষ্টের সময় প্রথম কার কথা মনে পড়ে? বেশীরভাগ মানুষের ক্ষেত্রেই উত্তরটা 'মা' (Mother)। মায়ের কাছেই তো সমস্ত কথা খুলে বলা যায়, দুঃখ, আনন্দ, হতাশা, ঔৎসুক্য ভাগ করে নেওয়া যায়। মা সাহস জোগায়। মা আশা জোগায়। মা ভরসা দেয়। মা আশ্রয়ও দেয়, প্রশ্রয়ও। আর তাদেরই দিন। মায়েদের দিন। আজ মাতৃ দিবস, 'মাদার্স ডে' (International Mother's Day)। যদিও অনেকের মতে মা-কে উদযাপন করতে একটি বিশেষ দিন প্রয়োজন কেন? কিন্তু সেসব তর্কে না গিয়ে বরং এদিনে মা-কে একটু স্পেশাল অনুভব করাতে সমস্যা নেই।
মা ও সন্তানের সম্পর্ক নিয়ে একাধিক গল্প, সিনেমা তৈরি হয়েছে বলিউডে (Bollywood)। মা-কে নিয়ে সংলাপও নেহাত কম নেই। যেমন ধরুন, 'মেরে পাস মা হ্যায়'। মনের ভাব বা সামাজিক বার্তা প্রকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সিনেমা। বলিউডে সাম্প্রতিক সময়ে এমন কিছু ছবি তৈরি হয়েছে যা মা ও সন্তানের সম্পর্ককে সুন্দরভাবে তুলে ধরে। নিচে রইল তেমনই পাঁচ ছবির উদাহরণ।
'মম'
প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী অভিনীত এই ছবি 'মম' (Mom)। এই ছবির গল্প একজন সৎ মাকে ঘিরে আবর্তিত হয়। তবে তথাকথিত সৎ মায়ের কনসেপ্ট নস্যাৎ করে এই ছবি। এখানে দেখানো হয় এমন এক 'সৎ' মাকে যিনি একটি পার্টিতে তাঁর 'সৎ' মেয়ের শারীরিক নির্যাতনের বদলা নেন। রবি উদয়ওয়ার পরিচালিত এই ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকী, অক্ষয় খন্না, সজল আলি ও আদনান সিদ্দিকীও কাজ করেছিলেন।
'নীল বটে সন্নাটা'
'নীল বটে সন্নাটা' (Nil Battey Sannata) ছবিটি চন্দা সহায়কে ঘিরে আবর্তিত হয়েছে, যে উচ্চ বিদ্যালয় থেকে মাঝ পথে পড়াশোনা ছেড়ে গৃহপরিচারিকার কাজ করে এবং অপেক্ষা নামক এক বিষণ্ণ তরুণীর 'সিঙ্গল মাদার' সে। অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত এই ছবিতে স্বরা ভাস্কর ও রিয়া শুক্ল অভিনয় করেন।
'হেলিকপ্টার ইলা'
প্রদীপ সরকার পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন কাজল, ঋদ্ধি সেন, রাশি মাল, টোটা রায়চৌধুরী। 'হেলিকপ্টার ইলা' (Helicopter Eela) এমন একজন মায়ের গল্প বলে যে প্রয়োজনের অতিরিক্ত সন্তানকে নিয়ে চিন্তিত। ছেলের ব্যাপারে অত্যধিক নাক গলানো বা ছেলেকে ঘিরেই দিনের পর দিন কাটিয়ে দেওয়া। কিছুদিন পর যে মা বুঝতে পারে যে ছেলের জন্য নিজেকেই হারিয়ে ফেলেছে সে।
'পাঙ্গা'
'পাঙ্গা' (Panga) ছবিতে কঙ্গনা রানাউত, জেসি গিল, নীনা গুপ্তা, রিচা চড্ডা, মেঘা বর্মন ও যোগ্য ভাসিন অভিনয় করেছেন। এই ছবির পরিচালকও অশ্বিনী আইয়ার তিওয়ারি। 'পাঙ্গা' একজন মধ্যবিত্ত ভারতীয় মায়ের গল্প, যিনি তাঁর ছেলে এবং স্বামীর সমর্থনে কাবাডিতে ফিরে আসেন।
'সিক্রেট সুপারস্টার'
'সিক্রেট সুপারস্টার' (Secret Superstar) ছবির গল্পটি মূলত এক কিশোরীকে নিয়ে যে গায়িকা হতে চায়। কিন্তু বাবার ভয়ে সেই কথা বলতে পারে না। গায়িকা হওয়ার ইচ্ছা নিয়েই সে নিজেকে বোরখার আড়ালে ঢেকে গানের ভিডিও আপলোড করে ইউটিউব। এই গোটা লড়াইয়ে সে পাশে পায় তাঁর মাকে। বাবার মানসিক এবং শারীরিক অত্যাচার থেকে মেয়েকে বাঁচিয়ে তাঁর স্বপ্নপূরণে অংশ নেন সেই মা। অদ্বৈত চন্দন পরিচালিত ছবিতে অভিনয় করেন জাইরা ওয়াসিম, আমির খান, মেহের ভিজ, রাজ অর্জুন।