Aamir Khan: মেয়েকে সাজালেন মিস্টার পারফেকশনিস্ট, কেমন লাগল সাজ আমির-কন্যার?
Aamir Khan Update: পছন্দের তারকার এমন দক্ষতায় অভিভূত অনুরাগীরাও। কমেন্ট বক্সে অনেকে লেখেন, 'কারণ তিনি মিস্টার পারফেক্ট।' অপর একজন অনুরাগী লেখেন, 'দুর্দান্ত যুগলবন্দী'। একজন লেখেন, 'শ্রেষ্ঠ পিতা'।
নয়াদিল্লি: মেয়েকে সাজাতে ব্যস্ত আমির খান (Aamir Khan)। মিস্টার পারফেকশনিস্ট বলে কথা। মেয়ের রূপটানেও তাই হাত লাগিয়েছেন তিনি। আর সেই পোস্ট করতেই ভাইরাল।
মেয়েকে সাজালেন আমির
সোশ্যাল মিডিয়ায় আমির খানের নাগাল পাওয়া দুষ্কর। কিন্তু বাবার এই কীর্তির ছবি পোস্ট করলেন তাঁর মেয়ে ইরা খান (Ira Khan)। মেক-আপ করা অবস্থায় নিজের কিছু ছবি পোস্ট করেন ইরা। পাশে বাবা আমির খান বসে।
ক্যাপশনে তারকা কন্যা জানালেন যে আমির খান একদিনের জন্য 'মেকআপ আর্টিস্ট' হয়েছিলেন। তিনি এও লেখেন, যে আমির খানের বক্তব্য ইরার থেকে ভাল মেকআপ করতে পারেন তিনি। কেমন হল ফলাফল?
ছবিতে ইরার মেকআপ তো দেখা যাচ্ছিলই। মেয়ের মন পেয়েছেন তিনি। এবং একইসঙ্গে মেয়ের হেয়ারব্যান্ড পরেও দেখা গেল আমির খানকে। পোজ দিলেন বাবা-মেয়ে। ক্যাপশনে ইরা লেখেন, 'আন্দাজ করুন কে মেকআপ করেছে আমার? যখন তোমার বাবা এসে দাবি করে যে তোমার থেকে ভাল মেকআপ সে করতে পারে এবং শেষ পর্যন্ত তার কথা ঠিকই হয়, তখন ব্যাপারটা বেশ মজার হয়। কার কার ইউটিউব টিউটোরিয়াল প্রয়োজন?'
View this post on Instagram
অনুরাগীদের প্রতিক্রিয়া
পছন্দের তারকার এমন দক্ষতায় অভিভূত অনুরাগীরাও। কমেন্ট বক্সে অনেকে লেখেন, 'কারণ তিনি মিস্টার পারফেক্ট।' অপর একজন অনুরাগী লেখেন, 'দুর্দান্ত যুগলবন্দী'। একজন লেখেন, 'শ্রেষ্ঠ পিতা'।
আরও পড়ুন: 'Dunki' Update: মুম্বইয়েই তৈরি 'ডাঙ্কি'র সেট, এপ্রিলেই শ্যুটিং শুরু শাহরুখ-রাজকুমার জুটির