Jeetu-Nabanita: জিতুর জন্মদিনে নেই শুভেচ্ছাবার্তা, গোয়ায় 'উইকএন্ড মুড'-এ নবনীতা? সঙ্গী কে?
Nabanita Das And Jeetu Kamal: খাতায় কলমে এখনও বিচ্ছেদ হয়নি। নবনীতা যখন প্রথম বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন তখনও জিতুর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে মনে হত যে তিনি সম্পর্ক জুড়ে রাখারই পক্ষপাতী।
কলকাতা: বেশ কয়েক মাস ধরেই তাঁদের সম্পর্ক রয়েছে শিরোনামে। মাস দুয়েক আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিচ্ছেদের ইঙ্গিত দেন অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। অভিনেতা জিতু কমলের (Jeetu Kamal) সঙ্গে বৈবাহিক জীবনে (married life) ইতি টানার কথা শোনা যায়। 'আমরা দু'জন দু'জনের সঙ্গে ভাল নেই...', সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করে বলেন অভিনেত্রী। অভিমান বা রাগের বরফ যে গলেনি তার আভাস মিলল সোমবার। জিতুর জন্মদিনে মিলল না নবনীতার কোনও পোস্ট, বরং তাঁর সোশ্যাল মিডিয়ায় এখন 'উইকএন্ড ভাইবস' (Weekend Vibes)।
জিতুর জন্মদিনে 'ছুটি কাটাতে' ব্যস্ত নবনীতা
খাতায় কলমে এখনও বিচ্ছেদ হয়নি। তবে সূত্রের খবর অনুযায়ী, এখন তাঁরা আলাদাই থাকেন। নবনীতা যখন প্রথম বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন তখনও জিতুর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে মনে হত যে তিনি সম্পর্ক জুড়ে রাখারই পক্ষপাতী। নবনীতার প্রথম পোস্টের পরই তাঁর একাধিক ছবি সমেত একটি পোস্ট শেয়ার করে অভিনেতা লিখেছিলেন 'তোমাকে শুরুতেও আগলেছি, আজও আগলাব... আগামীতেও তাই করব.... বাচ্চা বউ।' কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁকেও দেখা গেছে সম্পর্ক, প্রেম, ভালবাসা নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে।
৩ অগাস্ট ছিল নবনীতা দাসের জন্মদিন। ২০২০ সালে অভিনেত্রীর জন্মদিন পালনের মেমরি রিশেয়ার করে অভিনেতা কেবল লিখেছিলেন, 'খুব খুব খুব ভাল থেকো'। তবে ২৮ অগাস্ট জিতু জন্মদিনে যদিও তেমন কিছুই করলেন না নবনীতা। বরং তাঁর ইনস্টাগ্রামে দেখা গেল তিনি ছুটি কাটাতে ব্যস্ত।
একটি ব্যালকনিতে দাঁড়িয়ে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'উইকএন্ড হো তো অ্যায়সি'। তার আগেই পোস্ট করা একটি ভিডিওতেও মিলল ছুটি কাটানোর টুকরো মুহূর্তের কোলাজ। দিন পাঁচেক আগে পোস্ট করা একটি ছবিতে ক্যাপশন দেন তিনি 'পজিটিভ ভাইবস ওনলি' অর্থাৎ কেবল ইতিবাচকতাকেই সঙ্গী করতে চান।
প্রসঙ্গত, তাঁদের বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা যখন তুঙ্গে তখন ওঠে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথাও। ছড়িয়ে যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন জিতু। তাই বিয়ে ভাঙছে জিতু ও নবনীতার। কিন্তু সেই তত্ত্ব অবশ্য নিজেই ফেসবুক লাইভ করে খণ্ডন করেছিলেন নবনীতা। এদিকে চর্চায় উঠে এসেছে নবনীতার প্রেমও। আর এই আবহে একই লোকেশনে, একই ব্যালকনিতে দাঁড়িয়ে ছবি পোস্ট করতে দেখা গেল উদ্যোগপতি স্নেহাল অধিকারীকেও। লোকেশনে ট্যাগ করা গোয়ার এক হোটেলকে। তাঁর পোস্টে রয়েছে নবনীতার লাইকও। ফলে সম্পর্কের গুঞ্জন নেই থেমে। কিছু পোস্টে তো তাঁদের ক্যাপশনও হুবহু এক।
তাহলে কি জিতুর জন্মদিনের আগে নবনীতা ও স্নেহাল একসঙ্গেই পাড়ি দিলেন গোয়ায়? নাকি পুরোটাই খুব কাকতালীয় ঘটনা? উত্তর যদিও মেলেনি আপাতত।
নবনীতা দাসকে আপাতত দেখা যাচ্ছে সান বাংলার ধারাবাহিক 'বিয়ের ফুল'-এ। অন্যদিকে বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত জিতু কমল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial