সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণার পর নিজের জন্মদিনে বড় ঘোষণা নাগা চৈতন্যর
আজ জন্মদিন কিংবদন্তি অভিনেতা নাগার্জুনের পুত্র নাগা চৈতন্যের। নিজের জন্মদিনে বড় ঘোষণা করলেন অভিনেতা।
মুম্বই: তেলুগু অভিনেতা নাগা চৈতন্য কিছুদিন আগেই খবরের শিরোনামে এসেছিলেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রথ প্রভুর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দেন। আর তারপর থেকে তাঁকে এবং অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কম চর্চা হয়নি। আজ জন্মদিন কিংবদন্তি অভিনেতা নাগার্জুনের পুত্র নাগা চৈতন্যের। নিজের জন্মদিনে বড় ঘোষণা করলেন অভিনেতা।
দক্ষিণের দুই জনপ্রিয় অভিনেতা সামান্থা রথ প্রভু এবং নাগা চৈতন্যর মধ্যে বিবাহিত জীবন যে খুব একটা মধুর যাচ্ছে না, তা আগে থেকেই শোনা যাচ্ছিল। গুঞ্জন আরও জোরদার হয় যখন নাগা চৈতন্যের পদবী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে সরিয়ে দেন অভিনেত্রী সামান্থা। এরপরই দুই অভিনেতা একসঙ্গে একটি বিবৃতি দিয়ে নিজের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেন যে, তাঁরা স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন। কঠিন সময়ে পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদও জানান। সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় থাকেন না অভিনেতা নাগা চৈতন্য। তৈই বিবাহবিচ্ছেদের পর তাঁকে সোশ্যাল মিডিয়ায় কিছুই পোস্ট করতে দেখা যায়নি। যদিও সম্প্রতি তিনি জনপ্রিয় এক লেখকের বই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেন। আর তারপর আজ নিজের জন্মদিনে বড় দুটি ঘোষণা করলেন অভিনেতা।
আরও পড়ুন - Atrangi Re Film Update: প্রকাশ্যে 'আতরঙ্গী রে'-র মোশন পোস্টার, কেমন লাগছে অক্ষয়-সারা-ধনুশকে?
এদিন জন্মদিনে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তাঁর আগামী দুটি ছবির পোস্টার শেয়ার করেছেন অভিনেতা নাগা চৈতন্য। একটি 'থ্যাঙ্ক ইউ'। অপরটি 'বঙ্গরাজু'। আগামী দুটি ছবির পোস্টার শেয়ার করে নাগা চৈতন্য লিখেছেন, 'দুটি ছবিই খুব স্পেশাল। দুর্দান্ত সমস্ত অভিনেতাদের সঙ্গে দুটি ছবিতে কাজের সুযোগ পেয়ে আমি খুবই কৃতজ্ঞ। আমার এই জার্নিতে যাঁরা পাশে ছিলেন, যাঁরা ভালোবেসে গিয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি।'
২০১৭-য় বিবাহবন্ধনে আবদ্ধ হন নাগা চৈতন্য এবং সামান্থা রথ প্রভু। যাঁরা চতুর্থ বিবাহবার্ষিকীর আগেই বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন। অভিনেতা নাগা চৈতন্যকে খুব শীঘ্রই দেখা যেতে চলেছে আমির খান এবং করিনা কপূর খানের সঙ্গে 'লাল সিং চাড্ডা' ছবিতে।