এক্সপ্লোর
সঙ্গে হার্দিক, সাহসী পোশাকে সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন প্রেমিকা নতাশা
হার্দিক-নতাশার দুবাইয়ে ছুটিযাপনের একগুচ্ছ ছবি প্রকাশ্যে এসেছে। ইনস্টাগ্রামে সেইসব ছবি পোস্ট করেছেন নাতাশা নিজেই।

মুম্বই: হার্দিকের সঙ্গে সম্পর্কের ঘোষণা ও ঝটিতি আংটিবদল সেরেছেন নাতাশা স্ট্যানকোভিচ। তারপরই উড়ে গিয়েছেন ছুটি কাটাতে। হার্দিক-নতাশার দুবাইয়ে ছুটিযাপনের একগুচ্ছ ছবি প্রকাশ্যে এসেছে। ইনস্টাগ্রামে সেইসব ছবি পোস্ট করেছেন নাতাশা নিজেই।
পুলে আবেদনময়ী নতাশাকে দেখে মুগ্ধ নেটিজেনরা। হার্দিকের সঙ্গে ঘনিষ্ঠ ছবিগুলি এখন রীতিমতো ভাইরাল। লেপার্ড প্রিন্টের কালো মনোকিনি নাতাশার পরনে। হার্দিকও কিন্তু কোনও অংশে কম যান না। সোশ্যাল মিডিয়ায় ওই ছবিগুলিতে পড়েছে প্রচুর লাইক ও কমেন্ট। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















