Nawazuddin Siddiqui: বলিউড নায়কদের নিয়ে বিস্ফোরক নওয়াজউদ্দিন সিদ্দিকি
সম্প্রতি কয়েকদিন আগেই সেরা অভিনেতার বিভাগে ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ২০১৯ সালে 'সেক্রেড গেমস'-এ অভিনয়ের জন্য তিনি এই পুরস্কারের জন্য মনোনীত হন।
মুম্বই: বেশ কিছু বছর ধরে বলিউডে (Bollywood) দাপিয়ে অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। প্রথম নজরে পড়েন 'গ্যাংস অফ ওয়াসেপুর' ছবি দিয়ে। তারপর একের পর এক ছবিতে দক্ষ অভিনয় দিয়ে দর্শকের মন জিতে নিয়েছেন। নায়ক সুলভ চেহারা না থাকার পরও শুধুমাত্র অভিনয় দক্ষতা দিয়ে নজরকাড়া অনুরাগীর সংখ্যা নওয়াজউদ্দিনের। কখনও অভিনয় করেছেন মুখ্য চরিত্রে। আবার কখনও 'বজরঙ্গী ভাইজান' (Bajrangi Bhaijan) ছবির মতো ছবিতে সলমন খানের পাশে অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাতকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়, একজন অভিনেতা এবং একজন নায়কের মধ্যে পার্থক্যটা কোথায়? বিস্ফোরক উত্তর দেন নওয়াজউদ্দিন। যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে।
সম্প্রতি এক সাক্ষাতকারে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনেতা এবং নায়কের মধ্যে পার্থক্য করতে গিয়ে বলেন, 'এটা তো যে কেউ বলে দেবে যে নায়কের একটা নির্দিষ্ট সময় থাকে। অভিনেতার জন্য নির্দিষ্ট কোনও সময় থাকে না। এখজন অভিনেতা সারাজীবন অভিনয় করে যেতে পারেন। কিন্তু একজন নায়ক কখনওই দীর্ঘদিন অভিনয় করে যেতে পারবেন না। অভিনেতাকে যেকোনও রূপে যেকোনও চরিত্রে দেখা যেতে পারে। কিন্তু নায়ককে নয়।'
আরও পড়ুন - Radhe Shyam Release: করোনা পরিস্থিতিতে কি স্থগিত হবে 'রাধে শ্যাম'-এর মুক্তিও?
নওয়াজউদ্দিন সিদ্দিকি আরও বলেন, 'যদি নায়ক বা তথাকথিত হিরোদের কথা বলা হয়, তাহলে বলতেই হবে যে, যতক্ষণ তাঁদের ফোলানো ফাঁপানো পেশিবহুল চেহারা রয়েছে, ততদিন তো তাঁরা কাজ করতে পারবেন। কিন্তু যখনই নেই সব হিরোদের পেশি ঝড়ে যাবে কিংবা বয়সের কারণে যখনই তাঁদের ফোলানো পেশি ম্লান হয়ে যাবে, তখন আর চলবে না।'
প্রসঙ্গত, সম্প্রতি কয়েকদিন আগেই সেরা অভিনেতার বিভাগে ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ২০১৯ সালে 'সেক্রেড গেমস'-এ অভিনয়ের জন্য তিনি এই পুরস্কারের জন্য মনোনীত হন। এছাড়াও, 'সিরিয়াস মেন' ছবির জন্য পেয়েছেন একাধিক পুরস্কার।