এক্সপ্লোর
Advertisement
ঘুরিয়ে ইঙ্গিত স্বজনপোষণ বিতর্কে, সোশ্যাল মিডিয়ায় কাজ চাইলেন নীনা গুপ্ত, দেখে অনুপ্রাণিত প্রিয়ঙ্কা
মুম্বই: নিভতে নিভতেও নিভছে না স্বজনপোষণ বিতর্ক। এবার কোনও প্রয়োজক, পরিচালকের দ্বারস্থ না হয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ চাইলেন বর্ষীয়াণ অভিনেত্রী নীনা গুপ্ত। আর তাঁর অবস্থানের প্রশংসা করেছেন খোদ প্রিয়ঙ্কা চোপড়া।
নীনা ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন, কাজ খুঁজছেন তিনি। লিখেছেন, আমি মুম্বইতে থাকি, কাজ করি, ভাল অভিনেত্রী ও ভাল চরিত্রে কাজ করতে চাই।
নিজের কাজ না থাকার কথা প্রকাশ্যে বলে কাজের সন্ধান করা এই পোস্টের প্রশংসা করেছেন প্রিয়ঙ্কা স্বয়ং। নীনার মেয়ে ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তও নিজের পেজে শেয়ার করেন মায়ের পোস্ট। তিনি লেখেন, কারও কাছে কাজ চাইতে সমস্যা নেই তাঁর। এই ব্যাপারটা তাঁদের জিনেই রয়েছে, তাঁর মা এই পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে। ৬২ বছর বয়সি জাতীয় পুরস্কার জয়ী তাঁর মা। মা বলেন, এখন আর তাঁর বয়সি অভিনেত্রীর কথা ভেবে চিত্রনাট্য লেখা হয় না। নিজের ঢাকও পেটাতে পারেন না তিনি। সব সময় বলেন, যাই কর, কখনও নিজেকে কারও মেয়ে, স্ত্রী, ভাইঝি বা বোন বলে পরিচয় দিও না। নিজেকে প্রমাণ কর।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement