Bollywood Celebrity Updates: ছেলের কী নাম রাখলেন নেহা ধুপিয়া? নামের মানেই বা কী?
২০১৮ সালে গুরুদ্বারে একেবারে ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে অঙ্গদ বেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নেহা ধুপিয়া। 'তুমহারি সুলু' অভিনেত্রীর আরও এক সন্তান রয়েছে। বিয়ের বছরেই জন্ম হয় তাঁদের মেয়ে মেহরের।
![Bollywood Celebrity Updates: ছেলের কী নাম রাখলেন নেহা ধুপিয়া? নামের মানেই বা কী? Neha Dhupia-Angad Bedi Name Their Baby Boy ‘Guriq’, Know What It Means Bollywood Celebrity Updates: ছেলের কী নাম রাখলেন নেহা ধুপিয়া? নামের মানেই বা কী?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/08/479ed36fb2390c4a721633ba4e465d59_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: গত বছর দ্বিতীয়বার মা হয়েছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া (Neha Dhupia)। গত ৩ অক্টোবর জন্ম হয় তাঁর এবং অঙ্গদ বেদীর (Angad Bedi) দ্বিতীয় সন্তানের। সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাতের ছবিও বহুবার শেয়ার করে নিয়েছেন নেহা-অঙ্গদ। কিন্তু এতদিন পর্যন্ত জানা যায়নি কী নাম রাখলেন ছেলের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি শেয়ার করে নাম জানালেন অভিনেত্রী।
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছেলের একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন নেহা ধুপিয়া। সঙ্গে জানালেন ছেলের নাম রেখেছেন 'গুড়িক সিংহ ধুপিয়া বেদী'। স্বামী অঙ্গদ বেদী ওদুই সন্তানের সঙ্গে সুইমিংপুলে সময় কাটানোর ছবি শেয়ার করে নেহা ধুপিয়া লিখেছেন, 'আমাদের ছেলে গুড়িক'। শুধু নেহা ধুপিয়াই নন, অঙ্গদ বেদীও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছেলের ছবি দিয়ে নাম প্রকাশ করেছেন। তিনি আবার লিখেছেন, 'গুড়িক সিংহ। দ্য লায়ন কিং। আপনারা ওকে বেদী সাহেব বলে ডাকতে পারেন।' কিন্তু এই গুড়িক নামের মানে কি জানা আছে?
আরও পড়ুন - Trisha Krishnan: করোনা আক্রান্ত হওয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন 'খাট্টা মিঠা' অভিনেত্রী তৃষা
জানা যাচ্ছে, নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর ছেলের রাখা নাম গুড়িক শব্দের মানে- ঈশ্বরের সঙ্গে যে থাকে, ঈশ্বরের প্রতিনিধিস্বরূপ, দুনিয়াকে রক্ষা করে যে। নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদী ইতিমধ্যেই ছেলের নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও খুলে ফেলেছেন। যেখানে ছোট্ট গুড়িকের নানা ছবি ভিডিও শেয়ার করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে গুরুদ্বারে একেবারে ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে অঙ্গদ বেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নেহা ধুপিয়া। 'তুমহারি সুলু' অভিনেত্রীর আরও এক সন্তান রয়েছে। বিয়ের বছরেই জন্ম হয় তাঁদের মেয়ে মেহরের। নেহা ধুপিয়াকে খুব শীঘ্রই দেখা যাবে 'আ থার্স ডে' ছবিতে। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ইয়ামি গৌতম। অন্যদিকে অঙ্গদ বেদীকে শেষবার পর্দায় দেথা গিয়েছিল 'গুঞ্জন সাক্সেনা- দ্য কার্গিল গার্ল' ছবিতে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)