এক্সপ্লোর
Advertisement
ইন্সটাগ্রামে হট ছবি পোস্ট করে ট্রোলড অভিনেত্রী নেহা শর্মা
মুম্বই: নেহা শর্মা, সম্প্রতি তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে সুপার হট একটি ছবি পোস্ট করেছিলেন, তাঁর ভক্তদের খুশি করার জন্যে। সেখানে নেহাকে একটি সেক্সি কালো ছোট পোশাকে দেখা যায়।
পোশাকটি সামনে থেকে একটু বেশিই কাটা। লাস্যময়ী নেহা ছবিটি দিয়ে এই ক্যাপশনটি লেখেন....
ছবি দেখে কয়েকজন প্রশংসা করলেও, বেশিরভাগ নেটিজেনরাই ট্রোল করেছেন নেহাকে। একজন লিখেছেন, ‘সংস্কার থেকে সৌন্দর্য প্রকাশ পায়, এধরনের খোলামেলা পোশাক থেকে নয়’। আর এক নেটিজেন-এর প্রশ্ন, ‘ছবি নেই হাতে বুঝি একদম’....অপর একজন লিখেছেন, ‘কিছুতো লজ্জা পান ম্যাডাম’। আর এক নেটিজেন একধাপ এগিয়ে লিখেছেন, ‘সস্তায় প্রচার পাওয়ার জন্যে ভারতীয় সংস্কৃতি-ঐতিহ্য নষ্ট করা হচ্ছে’।
নেহাকে ডালকুয়ের সলমনের ‘সোলো’ ছবিতে দেখা গিয়েছে। এটা মূলত একটি দোভাষী ছবি, পরিচালনা করেছেন বিজয় নাম্বিয়ার। জানা গিয়েছে, শীঘ্রই আরও একটি তামিল ছবি সই করছেন নেহা। সেখানে তাঁর বিপরীতে রয়েছে বিজয় সেতুপতি। ইমরান হাসমির ‘ক্রুক’ ছবি দিয়ে রুপোলি পর্দায় প্রবেশ নেহার। তারপর তাঁকে দেখা গিয়েছে ‘তুম বিন-২’ এবং অনিল কপূরের ‘মুবারকন’ ছবিতে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement