Vicky Kaushal-Sara Ali Khan: ২ জুন মুক্তি পাচ্ছে ভিকি কৌশল-সারা আলি খান অভিনীত নতুন ছবি, বিশেষ দিনে নাম ঘোষণা
New Movie Update: কিছুদিন আগেই বড় অনুষ্ঠানের মাধ্যমে জিও স্টুডিও তাদের আগামী ছবি ও ওয়েব সিরিজের লাইন আপ প্রকাশ্যে আনে। তাদের আগামী প্রজেক্টগুলোর কয়েক ঝলকও দেখা যায় সেখানে।
![Vicky Kaushal-Sara Ali Khan: ২ জুন মুক্তি পাচ্ছে ভিকি কৌশল-সারা আলি খান অভিনীত নতুন ছবি, বিশেষ দিনে নাম ঘোষণা New Onscreen couple Vicky Kaushal, Sara Ali Khan starrer new movie 'Zara Hatke Zara Bach Ke' to release on 2 June Vicky Kaushal-Sara Ali Khan: ২ জুন মুক্তি পাচ্ছে ভিকি কৌশল-সারা আলি খান অভিনীত নতুন ছবি, বিশেষ দিনে নাম ঘোষণা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/07/e464e8b790f6a8e1044d293b9365bc121683431814715229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: শনিবার ঘোষণা করা হল ভিকি কৌশল (Vicky Kaushal) ও সারা আলি খানের (Sara Ali Khan) ছবির মুক্তির তারিখ। বহুদিন ধরেই সারা ও ভিকির আসন্ন রোম্যান্টিক কমেডি (Romantic Comedy) ঘরানার ছবির আপডেটের জন্য মুখিয়ে থেকেছেন দর্শক। এবার একসঙ্গে মিলল বেশ কিছু তথ্য। প্রসঙ্গত, ছবির নাম এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি।
বড়পর্দায় কবে আসছেন ভিকি কৌশল ও সারা আলি খান?
বড়পর্দায় প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ভিকি কৌশল ও সারা আলি খান। শ্যুটিং শেষ হয়েছে বহুদিন। লক্ষ্মণ উতেকরের পরিচালনায় এই ছবির নাম এখনও আসেনি প্রকাশ্যে। তবে কবে প্রেক্ষাগৃহে হাজির হবে এই ছবি, সেই তারিখ জানা গেল।
শনিবার ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে দিলেন সমস্ত তথ্য। তিনি লেখেন, 'ভিকি কৌশল - সারা আলি খান: ২ জুন মুক্তি... প্রযোজক দীনেশ ভিজনের ভিকি কৌশল - সারা আলি খান অভিনীত ছবি মুক্তি পাবে ২ জুন ২০২৩... ছবির নাম ঘোষণা করা হবে ১৬ মে, ভিকি কৌশলের জন্মদিনে... লক্ষ্মণ উতেকরের পরিচালনা।'
View this post on Instagram
১৬ মে ৩৫ পূর্ণ করবেন 'রাজি' অভিনেতা ভিকি কৌশল। আর এই বিশেষ দিনেই প্রকাশ্যে আসবে ছবির নাম। ছবির মুক্তি ২ জুন।
কিছুদিন আগেই বড় অনুষ্ঠানের মাধ্যমে জিও স্টুডিও তাদের আগামী ছবি ও ওয়েব সিরিজের লাইন আপ প্রকাশ্যে আনে। তাদের আগামী প্রজেক্টগুলোর কয়েক ঝলকও দেখা যায় সেখানে। তাতে ছিল ভিকি ও সারার এই ছবিও। সেই ঝলকেই নির্মাতারা ছবির নাম 'জরা হটকে জরা বচকে' বলে দেখায়। যদিও নির্মাতাদের তরফে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা এখনও হয়নি। সেই নাম প্রকাশ করা হবে ১৬ মে।
সম্প্রতি ছবির শ্যুটিং সেট থেকে বেশ কিছু ছবি প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায় সারা একটি সুন্দর নীল ও লাল রঙের শাড়ি পরে আছেন, সঙ্গে গলায় মঙ্গলসূত্র ও হাতে চুড়ি। অন্যদিকে ক্যাসুয়াল পোশাকে বাইকে চড়ে দেখা যায় 'সঞ্জু' অভিনেতাকে। এই ছবির শ্যুটিং শেষ করে সারা আলি খান সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)