New Web Series: 'অচিন্ত্য আইচ' ঋত্বিকের গল্পে চমক শাশ্বত-সুরঙ্গনা, হবে আইনি সমাধান?
New Web Series: আজ যে টিজার প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে ঋত্বিককে। একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাঁকে
কলকাতা: এই সিরিজের ঘোষণা হয়েছিল আগেই, আর এবার প্রকাশ্যে এলেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ'-এর রূপে। প্রকাশ্যে এল 'হইচই' (Hoichoi)-এর নতুন ওয়েব সিরিজের ট্রেলার। এই সিরিজের ঘোষণা হলেও, তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি প্রযোজনা সংস্থার থেকে। প্রকাশ্যে আনা হয়নি অন্যান্য কাস্টিংও। আজ ট্রেলারে দেখা গেল কাহিনীর ঝলক।
আজ যে টিজার প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে ঋত্বিককে। একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে, তিনি নাকি খুবই খারাপ আইনজীবী। অন্যদের বলা কথা নয়, নিজেই নাকি তিনি বলে বেড়ান, সে ভীষণ খারাপ আইনজীবী। কেবল নাকি ছাগল-মুরগীর কেসই লড়েন তিনি। তবে হঠাৎ তাঁর হাতে এল অদ্ভূত একটা কেস। নাহ, ছাগল-মুরগী নয়... একজনের মানুষের জীবনের কেস। তারপরে? সেটা দেখা যাবে ওয়েব সিরিজে।
ট্রেলারের অন্যতম আকর্ষণ কিন্তু সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Bandyopadhyay)। এক্কেবারে শেষে সুরঙ্গনাকে দেখানো হয়েছে একজন কয়েদির ভূমিকায়। এই সিরিজের কাস্টিংয়ের একটা আকর্ষণ যদি সুরঙ্গনা হয়, আরেকটা তাহলে অবশ্যই শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। এই ওয়েব সিরিজে দেখা যাবে, ঋত্বিক চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়-কে। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ।
এর আগে, 'হইচই'-এর একাধিক ওয়েব সিরিজে দেখা গিয়েছে ঋত্বিককে। তাঁর 'গোরা' ওয়েব সিরিজটা আলাদাভাবে নজর কেড়েছে 'হইচই'-এর ওয়েব প্ল্যাটফর্মে। প্রসঙ্গত, আপাতত একটি ছবির কাজে ব্যস্ত ঋত্বিক। রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)-র পরিচালনায় একটি নতুন ছবিতে কাজ করছেন তিনি। মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)-র বিপরীতে দেখা যাবে তাঁকে। সামাজিক পরিস্থিতির প্রেক্ষাপটে বোনা এই গল্পে উঠে আসবে এক বাবা-ছেলের কথা। এই ছবিতে দেখা যাবে অনসূয়া মজুমদার (Anashua Majumdar), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) ও সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta)-কে। এখনও প্রকাশ্যে আসেনি ছবি মুক্তির তারিখ।
View this post on Instagram
আরও পড়ুন: Ronit Roy: কঙ্কালীতলায় পুজো দিতে গিয়ে অদ্ভুত ঘটনার সম্মুখীন রণিত রায়, কী ঘটেছিল তাঁর সঙ্গে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।