Rakul-Jacky: বিয়ের পর স্বর্ণমন্দিরে দম্পতি, পারিবারিক মুহূর্ত ক্যামেরাবন্দি রকুল-জ্যাকির
Couple at Golden Temple: ২১ ফেব্রুয়ারি গোয়ায় বসে রকুলপ্রীত সিংহ ও জ্যাকি ভগনানির বিয়ের আসর। দুটি অনুষ্ঠান হয় তাঁদের - একবার শিখ মতে, আর একবার সিন্ধি নিয়ম মেনে বিয়ে।
![Rakul-Jacky: বিয়ের পর স্বর্ণমন্দিরে দম্পতি, পারিবারিক মুহূর্ত ক্যামেরাবন্দি রকুল-জ্যাকির Newlywed Couple Rakul Preet Singh, Jackky Bhagnani seek blessings at Golden Temple Rakul-Jacky: বিয়ের পর স্বর্ণমন্দিরে দম্পতি, পারিবারিক মুহূর্ত ক্যামেরাবন্দি রকুল-জ্যাকির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/01/e80d93c87116b822a84b085db14d08b41709314967615229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ২১ ফেব্রুয়ারি বিয়ে সেরেছেন অভিনেত্রী রকুলপ্রীত সিংহ (Rakul Preet Singh) ও প্রযোজক জ্যাকি ভগনানি (Jacky Bhagnani)। বিয়ের পর শুক্রবার নবদম্পতিকে দেখা গেল অমৃতসরের (Amritsar) স্বর্ণমন্দিরে (Golden Temple)। ভক্তিভরে সারলেন প্রার্থনা।
বিয়ের পর স্বর্ণমন্দিরে নবদম্পতি
বিয়ে সেরেছেন ২১ ফেব্রুয়ারি। জমকালো আয়োজনে গোয়ার সমুদ্রতটে স্বপ্নের সাত পাক। বিয়ের পর এবার স্বর্ণমন্দিরে আশীর্বাদ নিতে গেলেন পাঞ্জাবী তারকা দম্পতি রকুলপ্রীত ও জ্যাকি। এদিন ইনস্টাগ্রামে স্টোরিতে বেশ কিছু ছবি পোস্ট করেন রকুল যেখানে তাঁকে গোল্ডেন টেম্পলে বর জ্যাকির সঙ্গে দেখা গেল।
ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'ব্লেসড' অর্থাৎ আশীর্বাদধন্য। সঙ্গে দিলেন হার্ট ইমোজি। সাবেকি পোশাকে দেখা গেল তাঁদের। আরও একটি ছবিতে পরিবারের লোকেদের সঙ্গে দেখা গেল তাঁদের। হলুদ চুড়িদার পরেছিলেন অভিনেত্রী। অন্যদিকে লাল পাঞ্জাবী পরেছিলেন জ্যাকি। গুরুদ্বারের নিয়ম অনুযায়ী ঢেকেছিলেন মাথাও।
২১ ফেব্রুয়ারি গোয়ায় বসে রকুলপ্রীত সিংহ ও জ্যাকি ভগনানির বিয়ের আসর। দুটি অনুষ্ঠান হয় তাঁদের - একবার শিখ মতে, আর একবার সিন্ধি নিয়ম মেনে বিয়ে। এই বিশেষ দিনে দু'জনেই সেজেছিলেন তারকা ডিজাইনার তরুণ তাহিলিয়ানির ডিজাইন করা পোশাকে। গোলাপী-পিচ রঙের লেহঙ্গা পরেছিলেন রকুলপ্রীত, সঙ্গে চোখ ধাঁধানো হীরের গয়না। অন্যদিকে জ্যাকি পরেছিলেন আইভরি রঙের চিকনকারি শেরওয়ানি, যার মধ্যে ছিল সূক্ষ্ম 'চিনার' মোটিফ।
রকুল ও জ্যাকি ২০২১ সালের অক্টোবর মাসে সমস্ত জল্পনাকে সত্যি করে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করেন। কাজের ক্ষেত্রে, রকুলপ্রীত এরপর দেখা যাবে কমল হাসানের সঙ্গে 'ইন্ডিয়ান ২' ছবিতে। এই ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে রয়েছেন ববি সিমহা, প্রিয়া ভবানী শঙ্কর। অন্যদিকে, জ্যাকি ভগনানি অপেক্ষায় রয়েছেন তাঁর পরবর্তী প্রযোজনা 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবির মুক্তির। আলি আব্বাস জাফারের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ, সোনাক্ষী সিন্হা, পৃথ্বীরাজ সুকুমারন। ২০২৪ সালেরই ইদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)