এক্সপ্লোর
Advertisement
সুশান্ত নেই! 'এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি'-র সিকুয়্যাল আর হবে না
সুশান্ত সিং রাজপুত ছাড়া সম্ভব নয় 'এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি'-র সিক্যুয়াল, জানালেন ধোনির ম্যানেজার ও ছবির প্রযোজক অরুণ পাণ্ডে।
মুম্বই: রুপোলি পর্দায় অবিকল ফুটিয়ে তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনির চরিত্র। তাঁর পরিশ্রম আর চেষ্টা দেখে মুগ্ধ হয়েছিলেন খোদ ধোনিও। ভবিষ্যতে পরিকল্পনা ছিল 'এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি' -র সিকুয়্যালে অভিনয় করারও। কিন্তু রবিবার দুপুরের খবরের সঙ্গে সঙ্গে থেমে গেল সমস্ত পরিকল্পনা। সুশান্ত সিং রাজপুত ছাড়া সম্ভব নয় 'এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি'-র সিক্যুয়াল, জানালেন ধোনির ম্যানেজার ও ছবির প্রযোজক অরুণ পাণ্ডে।
‘এমএস ধোনি – দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমায় জাতীয় দলের প্রাক্তন অধিনায়কের চরিত্রে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছিলেন সুশান্ত। অভিনেতার মৃত্যুর খবর শুনে অরুণ পাণ্ডে স্মৃতিতে উঠে এল শ্যুটিং-এর সময়ের কথা। সেই সময় ১৮ মাস সুশান্তের সঙ্গে কাটিয়েছিলেন তিনি। ধোনির মতো খেলা অভ্যাস করতে গিয়ে একবার সাইড স্ট্রেন হয়েছিল সুশান্তের। পিঠের হাড়ে চিড় ধরেছিল। সেই চোট সারিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসেন সুশান্ত।
অভিনয় নিঁখুত করার জন্য ধোনির সঙ্গে প্রচুর সময় কাটাতেন সুশান্ত, জানালেন অরুণ। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ধোনিও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement