এক্সপ্লোর
কাজল আমার জীবনে এখন অতীত, বন্ধুত্ব, শাহরুখ, বনশালীকে নিয়ে ফের বিস্ফোরক কর্ণ

মুম্বই: সম্প্রতি নিজের আত্মজীবনীতে বলিউডের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী, তাঁদের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে বিস্ফোরক সমস্ত দাবি করেছিলেন প্রযোজক-পরিচালক কর্ণ জোহর। এবার এক সাক্ষাত্কারে তিনি ফের বললেন, জীবনে যাই ঘটে যাক, কাজল তাঁর জীবনে আর কোনও দিন ফিরে আসবেন না। তাঁদের গভীর বন্ধুত্ব আজ শুধুই অতীত স্মৃতি। আর এই সম্পর্কের অবনতির জন্যে তিনি ফের একবার অজয় দেবগণ, কাজলের স্বামীকে দায়ী করেছেন। এই সাক্ষাত্কারে তিনি এক সাংবাদিকের কথা উল্লেখ করে বলেন, যিনি কর্ণকে জিজ্ঞেস করেছিলেন তাঁর সঙ্গে শাহরুখের সম্পর্ক কতটা গভীর? সেই সম্পর্ক কী বিছানা পর্যন্ত এগিয়েছে? এই প্রশ্নে কার্যত স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তিনি, দাবি কর্ণের। তাঁর কাছে শাহরুখ বড় ভাইয়ের মতো। পরিবারের সদস্য সম্পর্কে এধরনের প্রশ্ন শুনে তিনি মারাত্মক বিরক্ত হয়েছিলেন বলেই জানিয়েছেন। কর্ণ বুঝেছিলেন তাঁর ‘সেক্সুয়াল চয়েস’ নিয়েই আসলে প্রশ্ন করেছিলেন সেই সাংবাদিক। কর্ণের দাবি, ওই ঘটনার পর থেকে তিনি কোনও পুরুষ বন্ধুর সঙ্গে নৈশভোজে যাওয়ার আগেও দুবার ভাবেন। এই সাক্ষাত্কারে সম্প্রতি ‘পদ্মাবতী’র সেটে বনশালীর ওপর ঘটে যাওয়া আক্রমণ প্রসঙ্গে কর্ণ বলেন, এই ঘটনা কাল আমার সঙ্গেও ঘটতে পারে। ছবি না দেখে, ছবির বিষয়বস্তু না জেনে, একজন কীভাবে আরেকজনের কাজের জায়গায় এসে তাঁর ওপর হামলা চালাতে পারে? কর্ণের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যেকের আছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















