নোরাকে সমীর সোনির মাই বার্থ ডে গানে দেখা গিয়েছে। এরপর একটি মালায়ালম সিনেমায় নাচের দৃশ্যে দেখা যাবে তাঁকে।
2/5
আর এই স্বপ্নপূরণই এবার তাঁর নিউইয়ার রেজোলিউশন-ফুটবল খেলা শিখবেন। নোরা বলেছেন, প্রথম পর্বটা দারুণ মজাদার ছিল। মনে হচ্ছিল, এতদিন যেটা করতে চাইছিলাম, এখন সেটা করছি। গোভি খুবই বুদ্ধিমান। তিনি কী করছেন, তা জানেন। আমার ফুটবল শেখার ইচ্ছেটা চাগিয়ে তোলেন তিনি এবং আমার ওপর আস্থাও রেখেছেন। তিনি একজন উপযুক্ত প্রশিক্ষক। আমার অনুশীলনের জন্য সময় দেওয়ার জন্য তিনি সব ধরনের চেষ্টা করেন।
3/5
নোরা আরও বলেছেন, তিনি সর্বদাই মনে করতেন যে, বড় হয়ে যখন রোজগার করবেন, তখন আমি শিখতে শুরু করব।
4/5
নোরা বলেছেন, খেলাধুলো তিনি অন্তর থেকেই ভালোবাসেন। তাঁর কথায়, আমি ছোটবেলা থেকেই ফুটবল শিখতে চেয়েছিলাম। কিন্তু সুযোগ পাইনি। কারণ, আমার পরিবারের অন্য কোনও বিষয় শেখানোর মতো আর্থিক সঙ্গতি ছিল না।
5/5
অভিনেত্রী নোরা ফাতেহি এবার ফুটবল শিখছেন। বলিউড অভিনেতা রণবীর সিংহর কোচ গোভি টাইলারের কাছ থেকে ফুটবলের পাঠ নিচ্ছেন নোরা। টাইটার রণবীর কপূর ও অভিষেক বচ্চনকেও তাঁদের নিজেদের দলের জন্য প্রশিক্ষণ দিয়েছেন।