Deepika-Ranveer: দীপিকা বা রণবীর নয়.. ছোট্ট দুয়ার জন্য এই বড় পদক্ষেপ নিলেন অন্য কেউ!
Deepika Padukone and Ranveer Singh: পুত্র ও পুত্রবধূর সঙ্গে ভীষণ ভাল সম্পর্ক তাঁর। হামেশাই তাঁদের দেখা যায় একসঙ্গে সময় কাটাতে
কলকাতা: পায়ে পায়ে ৩ মাস পার। দেখতে দেখতে ৩ মাস পেরিয়ে গেল দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহের (Ranbir Singh)-এর কন্যা দুয়ার। আর দুয়ার ৩ মাসের জন্মদিন উপলক্ষ্যে তাঁর পরিবারের এক ব্যক্তি করে ফেললেন একটি বিশেষ কাজ। কী সেই বিশেষ কাজ? রণবীর সিংহের মা অঞ্জু সিংহ ভাবনানি নাতনি দুয়ার ৩ মাসের জন্মদিন উপলক্ষ্যে নিজের কোমর ছোঁয়া চুল দান করে দিলেন ক্যানসার আক্রান্ত রোগীদের। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করলেন সেই ছবি।
কোমর ছোঁয়া চুল ছিল রণবীরের মা অঞ্জু ভাবনানীর। পুত্র ও পুত্রবধূর সঙ্গে ভীষণ ভাল সম্পর্ক তাঁর। হামেশাই তাঁদের দেখা যায় একসঙ্গে সময় কাটাতে। ছোট্ট দুয়া জন্মের আগে একসঙ্গে মন্দিরে পুজোও দিতে গিয়েছিলেন তাঁরা। আর সেই দুয়ার জন্মের ৩ মাস পরে রণবীরের মা কেটে ফেললেন তাঁর কোমর সমান চুল। সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করে অঞ্জু লিখেছেন, 'তিন মাস পূর্ণ হওয়ায় আমার প্রিয় দুয়াকে অনেক,অনেক শুভেচ্ছা জানাই। এই বিশেষ দিনটায় আমার তরফ থেকে অনেক ভালবাসা রইল। দুয়ার বড় হয়ে ওঠার উদ্যাপন করছি আমরা। তার সঙ্গে সঙ্গে বিশ্বাস করি, জীবনে চলার পথে দয়া, আন্তরিকতা ও ভাল হয়ে ওঠা কতটা জরুরি'। আর এই পোস্টের শেষেই অঞ্জু লিখে দিয়েছেন তাঁর চুল দান করার কথা। তাঁর কথায়, 'যাঁরা একটা কঠিন লড়াই করছেন, তাঁদের সেই চলার পথকে সামান্য সহজ করবে, স্বাচছন্দ্য যোগাবে আমার এই কাজ। এটা আমার প্রত্যাশা।'
অন্যদিকে, সদ্যই ক্যামেরার সামনে মেয়েকে নিয়ে প্রকাশ্যে এসেছিলেন দীপিকা পাড়ুকোন। লাল পোশাকে ক্যামেরার সামনে এলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। আর দুহাতে বুকে আঁকড়ে রেখেছেন একরত্তি মেয়ে 'দুয়া'-কে। সদ্য দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট দেখতে বেঙ্গালুরু গিয়েছিলেন দীপিকা। সঙ্গে গিয়েছিল তাঁর ছোট্ট দুয়া। আর সেখান থেকে ফেরার সময়েই বিমানবন্দরে ছোট্ট দুয়াকে নিয়ে ক্যামেরাবন্দি হলেন দীপিকা। এই প্রথম ছোট্ট দুয়াকে নিয়ে ক্যামেরার সামনে এলেন তিনি। তবে দেখালেন না মেয়ের মুখ। দুই হাতে বুকের মধ্যে আগলে রাখলেন তাঁকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।