Nusrat Jahan Update: পাশাপাশি বসে পুজো, পুষ্পাঞ্জলি, নুসরতের হাতে ফুল তুলে দিলেন যশ
দিনটা 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছবি মহরতের সকাল। তারকাদ্যুতি ছড়িয়ে পাশাপাশি পুজোয় বসলেন ছবির নায়ক-নায়িকা। যশ দাশগুপ্ত ও নুসরত জাহান।
![Nusrat Jahan Update: পাশাপাশি বসে পুজো, পুষ্পাঞ্জলি, নুসরতের হাতে ফুল তুলে দিলেন যশ Nusrat Jahan and Yash Dashgupta performs puja at the Mohorat of their new film Mastermoshai Apni Kichu dekhenni Nusrat Jahan Update: পাশাপাশি বসে পুজো, পুষ্পাঞ্জলি, নুসরতের হাতে ফুল তুলে দিলেন যশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/21/94379e409847ebf56208f2abc93934f4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বড় ঘরের ঠিক মাঝখানে লক্ষ্মী-নারায়ণের ছোট্ট প্রতিমা রাখা, পাশে ক্ল্যাপস্টিক। হোমের ধোঁয়ায় চোখ জ্বালা করছে রীতিমতো। কিন্তু তার মধ্যেই হাসিমুখে পাশাপাশি বসে দুজনে। হাত জোড় করে মন্ত্রপাঠ করছেন, আবার কখনও একে অপরের নিচু গলায় কথা বলছেন। সেই কথা শোনা না গেলেও স্পষ্ট দেখা যাচ্ছে তাঁদের হাসি। দিনটা 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছবি মহরতের সকাল। তারকাদ্যুতি ছড়িয়ে পাশাপাশি পুজোয় বসলেন ছবির নায়ক-নায়িকা। যশ দাশগুপ্ত ও নুসরত জাহান।
নুসরত জাহান ও নিখিল জৈন মামলার রায় বের হওয়ার ঠিক পরেরদিনই নতুন ছবি 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি'-র মহরতে হাজির হয়েছিলেন নুসরত। সঙ্গী? তাঁর রিল ও রিয়েল লাইফ সঙ্গী যশ দাশগুপ্ত। নীল ডেনিমের সঙ্গে সাদা শার্ট পরেছিলেন যশ। সঙ্গে হালকা আকাশি সালোয়ার কামিজের সঙ্গে প্রিন্টেড ওড়না নিয়েছিলেন নুসরত। খোলা চুলে তাঁকে যথারীতি মোহময়ী দেখাচ্ছিল। যশের হাতে হাত রেখে ঘরে ঢুকলেন তিনি। ঘরে ততক্ষণে উপস্থিত হয়ে গিয়েছেন শিলাদিত্য মৌলিক। তাঁর পাশে নুসরতকে নিয়ে পুজোয় বসলেন যশ। হাত জোড় করে মন্ত্রপাঠ করলেন, তার মধ্যেই একে অপরের সঙ্গে কথা বলে হেসেও ফেললেন অল্প। কেবল পর্দায় নয়, বাস্তবেও তাঁদের জুটির রসায়ন নজর কাড়ল উপস্থিত প্রত্যেকের।
পুজো চলতে চলতেই পুষ্পাঞ্জলির সময় এল। ফুলের থানা হাতে নিয়ে সবার হাতে ফুল তুলে দিলেন যশ নিজে। তবে অবশ্যই সবার প্রথম ফুলটা তুলে দিলেন নুসরতের হাতে। নুসরত জাহান। যিনি বিতর্কের তোয়াক্কা করেননি কখনোই। তাঁর সেই মেজাজ দেখা গেল মহরতের পুজোতেও। যশের পাশে বসে নিয়ম মেনে অঞ্জলি দিলেন তিনি। এমনকি প্রণামীর টাকাও নিজের মানিব্যাগ থেকে বের করে নুসরতের দিতে এগিয়ে দিলেন যশ।
পুজো শেষ করার পর এনার অফিসে বসেন দুজনেই। মিনিট দশেক পরেই হাতে হাত রেখে বেরিয়ে যান তারকা জুটি। সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বললেননি 'যশরত'। কেবল জানিয়ে দেন, হঠাৎ কাজ পরে যাওয়ায় বাধ্য হয়েই ফিরতে হচ্ছে তাঁদের। তবে এর কিছুক্ষণ পরেই ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি ভাগ করে নেন যশ। সেখানে দেখা যাচ্ছে, প্লেটে কেক নিয়ে বসে লাজুক হাসছেন নুসরত।
শিলাদিত্য মৌলিকের পরিচালনায় এই ছবির প্রযোজনা করছেন এনা সাহা। সদ্য 'চিনেবাদাম' ছবির শ্যুটিং শেষ করেছেন শিলাদিত্য। সেই ছবিতেও তাঁর নায়ক ছিলেন যশ, তবে নুসরতের সঙ্গে এটাই শিলাদিত্যের প্রথম কাজ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)