Nusrat Jahan Updates: নুসরতের কোলে আসছে ছেলে না মেয়ে? মিষ্টি কেকে লেখা প্রশ্ন
ছেলে না মেয়ে? নুসরতের কোলে আসছে কে? ইনস্টাস্টোরিতে কেকের ছবি শেয়ার করলেন হবু মা তৃণমূল সাংসদ নুসরত জাহান। আর সেই ছবিতে সাদা কেকের ওপর গাঁথা রইল দুটো ছোট্ট ছোট্ট নীল ও গোলাপি জামার ট্যাগ।
কলকাতা: ছেলে না মেয়ে? নুসরতের কোলে আসছে কে? ইনস্টাস্টোরিতে কেকের ছবি শেয়ার করলেন হবু মা তৃণমূল সাংসদ নুসরত জাহান। আর সেই ছবিতে সাদা কেকের ওপর গাঁথা রইল দুটো ছোট্ট ছোট্ট নীল ও গোলাপি জামার ট্যাগ। কেকে লেখা, 'ছেলে না মেয়ে?' ছবি শেয়ার করে কেক যাঁরা পাঠিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানালেন নায়িকা। আর নেটিজেনদের ফের একবার বার্তা দিলেন, জল্পনা সরিয়ে, মাতৃত্ব উদযপনে খুশিতেই দিন কাটছে তাঁর।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করেছিলেন নুসরত। সাদা কালো প্রিন্টের পোষাকে সবুজের কোলে দাঁড়িয়ে রয়েছেন নুসরত জাহান। এলো চুল ছুঁয়েছে কাঁধ। যতই বিতর্ক থাকুক না কেন তাঁকে নিয়ে, সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই নিজেকে একটু একটু করে মেলে ধরছেন অভিনেত্রী সাংসদ। ক্যাপশানে ঘরে ফেরার কথা আর ছবি জুড়ে এই প্রথমবার স্পষ্ট নুসরতের বেবি বাম্প। রাখঢাক নয়, নুসরতের ছবি বলে দিচ্ছে, মাতৃত্ব তাঁর কাছে গর্বের।
নুসরত জাহানের মাতৃত্ব নিয়ে তোলপাড় রাজনীতি থেকে শুরু করে নেটদুনিয়া। নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে সকলের মনে। নুসরতের 'প্রাক্তন' স্বামী নিখিল জৈন জানিয়েছেন, এই সন্তান তাঁর নয়। আর নুসরতের সঙ্গে যশ দাশগুপ্তের সম্পর্কের ঘনিষ্ঠাতার সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন, 'নুসরতের সন্তানের পিতা কী যশ?' এবিষয়ে অবশ্য মুখো কুলুপ এঁটেছেন নুসরত-যশ দুজনেই।
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একই জায়গায় ছবি পোস্ট করেছিলেন যশ-নুসরত। যদিও সেই কথা লেখেননি কেউই। সোশ্যাল মিডিয়ায় সাদা পোশাকে একটি ছবি শেয়ার করেছিলেন নুসরত। তাঁর চোখের কালো চশমায় স্পষ্ট একজন পুরুষের প্রতিবিম্ব। ক্যাপশানে নুসরত লিখেছেন 'এসো, সূর্যকে অবাক করি'। অনুরাগীরা অনেকেই নুসরতের সৌন্দর্য্যের কথা লিখেছেন সেই ছবিতে। একজন অনুরাগী লেখেন, 'যশ এই ছবিটি তুলেছেন। সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। উনি কি পিতৃত্বের দায়িত্ব নিতে প্রস্তুত?' উত্তর মেলেনি নুসরত বা যশ কারও থেকেই। কেবল নুসরতের ছবিতে যথারীতি ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছেন যশ।
কিছুক্ষণের মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন যশ। কাঁধে করে একটি সাইকেল নিয়ে চলেছেন তিনি। ক্যাপশান ও ছবি তোলার নুসরতের ছবির সঙ্গে মিলে যায়। যশ লিখেছেন, 'এসো, আজকের দিনে সূর্যের আলো ছড়িয়ে দিই।' দুজনের ছবিতে হ্যাশট্যাগও প্রায় একই রকম।