Aryan Khan: শাহরুখ-পুত্রকে ছাড়তে ২৫ কোটি চেয়েছে NCB আধিকারিকরা, মামলার অন্যতম সাক্ষীর মন্তব্যে বিতর্ক
প্রভাকর সেইল একটি হলফনামার মাধ্যমে অভিযোগ করেছেন যে একটি খালি কাগজে তার স্বাক্ষর নেওয়া হয়েছে।
নয়া দিল্লি: ফের বিতর্ক বাড়ল আরিখান খান মামলায়। শাহরুখ-পুত্রকে এই মামলা থেকে অব্যাহতি দিতে ২৫ কোটি টাকা দাবি করেছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা (এনসিবি), এমন চাঞ্চল্যকর অভিযোগ কিরণ গোসাভির দেহরক্ষী প্রভাকর সেইলের। তিনি এও বলেছেন এই টাকা না কি চেয়েছেন সমীর ওয়াংখেড়ে নিজেই। যদিও এনসিবির তরফে এই অভিযোগকে 'ভুয়ো' হিসেবে উড়িয়ে দেওয়া হয়।
এনসিবি ডেপুটি ডিরেক্টর-জেনারেল, দক্ষিণ পশ্চিম অঞ্চল, মুথা অশোক জৈন বলেছেন যে ওয়াংখেড়ে অভিযোগগুলি "স্পষ্টভাবে অস্বীকার" করেছে। সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, "এনসিবি -র একটি অপরাধ মামলায় সাক্ষী প্রভাকর সেইলের হলফনামা আমার নজরে এসেছে। যেহেতু তিনি একজন সাক্ষী এবং বিষয়টি এখনও বিবেচনাধীন, তাই তাঁকে সোশ্যাল মিডিয়ার পরিবর্তে আদালতে তাঁর অনুরোধ জমা দিতে হবে। আমাদের জোনাল পরিচালক সমীর ওয়াংখেড়ে এই অভিযোগ অস্বীকার করেছেন।"
আরও পড়ুন, NCB-এর নজরে শাহরুখের ম্যানেজার, জিজ্ঞাসাবাদ পূজা দাদলানিকে
প্রভাকর সেইল একটি হলফনামার মাধ্যমে অভিযোগ করেছেন যে একটি খালি কাগজে তার স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি তাঁর হলফনামার মাধ্যমে দাবি করেছেন যে এনসিবি যে রাতে ক্রুজে অভিযান চালায় সেই রাতে তিনি মূল সাক্ষী কেপি গোসাভির সঙ্গে ছিলেন। সেই নথিতেই তিনি এই আর্থিক লেনদেনের বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি জানান, মাদককাণ্ডে গোসাভির সঙ্গে ১৮ কোটির চুক্তি হয়েছিল শ্যাম ডি’সুজা নামে এক ব্যক্তির। তা থেকে ৮ কোটি টাকা এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েক দেওয়ার কথা ছিল।
১৮ কোটি টাকার কথা হওয়ার পর, শাহরুখ খানের সচিব পূজা দদলানির সঙ্গেও মিটিং করেন শ্যাম ও গোসাভি। পাশাপাশি তাঁর অভিযোগ, এনসিবি অফিসে তাঁকে দিয়ে সিজার লিস্টের বদলে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়। যদিও NCB-র তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, প্রভাকরের তোলা সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছেন তাদের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে।