Oppenheimer Controversy: ঘনিষ্ঠ দৃশ্যে গীতার শ্লোক! 'ওপেনহাইমার'-বিতর্ক নিয়ে মুখ খুললেন অনুরাগ ঠাকুর
Oppenheimer Controversy Update: সদ্য মুক্তি পাওয়া 'ওপেনহাইমার' ছবির একটি দৃশ্যে দেখানো হয়েছে, বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ভগবত গীতার শ্লোকপাঠ করা হচ্ছে।
নয়াদিল্লি: ক্রিস্টোফার নোলান (Christopher Nolan) পরিচালিত 'ওপেনহাইমার' (Oppenheimer) এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। সদ্য মুক্তি পাওয়া এই হলিউডের ছবির বক্সঅফিসে ব্যবসা তুঙ্গে। তবে সাফল্যের সঙ্গে সঙ্গে, বিতর্কেও জড়িয়েছে এই ছবি। ক্রিস্টোফার নোলান পরিচালিত এই ছবির একটি বিশেষ দৃশ্য নিয়ে যেমন আপত্তি উঠেছে, তেমনই তৈরি হয়েছে বিতর্কও।
কী সেই দৃশ্য? সদ্য মুক্তি পাওয়া 'ওপেনহাইমার' ছবির একটি দৃশ্যে দেখানো হয়েছে, বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ভগবত গীতার শ্লোকপাঠ করা হচ্ছে। ছবি মুক্তির পরে এই দৃশ্য সামনে আসতেই তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। আর এবার এই বিতর্কিত দৃশ্য নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। এই দৃশ্য নিয়ে আপত্তি জানিয়ে পরিচালককে একটি চিঠিও পাঠানো হয়েছে
সূত্রের খবর, অনুরাগ ঠাকুর নিজে এই দৃশ্যটি দেখার পরেই আপত্তি জানিয়েছেন। ভগবত গীতাকে হিন্দুধর্মের পবিত্র গ্রন্থ বলা হয়। আর সেই গীতাকে সঙ্গমকালে পাঠ করার দৃশ্য তুলে ধরা হয়েছে ওপেনহাইমার-এ। এতে মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে বলেই মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। আর তাই, সেন্সর বোর্ডকে এই দৃশ্যটির ওপর যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন অনুরাগ ঠাকুর।
একদিকে যেমন ছবির নির্মাতাদের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন অনুরাগ ঠাকুর, তেমনই অভিযোগ করেছেন সেন্সর বোর্ডের বিরুদ্ধেও। তাঁর কথায়, 'এমন দৃশ্যকে সেন্সর বোর্ড ছাড়পত্র দিল কীভাবে!' সেন্সর বোর্ডের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
অ্যাটম বোমের জনক রবার্ট জে ওপেনহাইমারের জীবন নির্ভর এই সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কিলিয়ান মার্ফি। আর এই ছবিরই একটি দৃশ্যে দেখা গিয়েছে, কিলিয়ান তাঁর সহ-অভিনেত্রী ফ্লোরেন্স পাঘের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন। জিন টেটলারের ভূমিকায় অভিনয় করেছেন ফ্লোরেন্স পাঘ। এই দৃশ্যে দেখা যাচ্ছে, কিলিয়ান ও ফ্লোরেন্স সঙ্গমরত। সেখানে জিন, ওপেনহাইমারকে গীতা থেকে শ্লোক পড়তে বলেন। বান্ধবীর সঙ্গে সঙ্গমরত অবস্থাতেই দু'টি সংস্কৃত লাইন আওড়ান ওপেনহাইমার। যার অর্থ দাঁড়ায়, 'এখন আমি মৃত্যু। আমি বিশ্বের ধ্বংসকর্তা।' ছবি মুক্তির পর থেকেই এই দৃশ্য নিয়ে তুমুল বিতর্ক চলেছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে এই দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছেন দর্শকদের অনেকেই।
তবে, এখনও পর্যন্ত এই দৃশ্যটি নিয়ে কোনোরকম পদক্ষেপ নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: Ranveer Alia: রণবীরকে নিয়ে পর্দার বঙ্গকন্যা আলিয়া এলেন কলকাতায়, অভিনব স্বাগত জানাল তিলোত্তমা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial