Paayel on Marriage: প্রেমের গুঞ্জন ছিল.. তবু এখনও কেন বিয়ে করছেন না পায়েল? অকপটে নায়িকা বলছেন..
Paayel Sarkar at Dadagiri: পায়েল সৌরভকে যোগ করেন, 'ধরো, সানা বড় হচ্ছে। ও যদি তোমার সামনে এসে বলে ও কাউকে ভালবাসে, দেখবে তোমার পৃথিবী উল্টোপাল্টা হয়ে যাবে।'
কলকাতা: তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন ছিল এক পরিচালকের... তবে পরিণতি পায়নি তা। নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত হলেও, ব্যক্তিগত জীবনে তিনি নাকি সিঙ্গল (Single)। প্রেম করতে চান, তবে হচ্ছে না! কারণটা ঠিক কী? 'দাদাগিরি'- (Dadagiri)-তে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা উত্তর অভিনেত্রী পায়েল সরকারের (Paayel Sarkar)-এর। আর তা শুনে কী বললেন খোদ 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)?
একসময় পায়েলের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছিল রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)-র। তবে সেই সম্পর্ক পরিণতি পায়নি। বর্তমানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly)-র সঙ্গে সংসার করছেন রাজ। তাঁদের এক পুত্র ও এক কন্যাসন্তানও রয়েছে। অন্যদিকে, নিজের প্রেম নিয়ে তেমন লুকোচুরি করেন না পায়েল। কিন্তু তিনি সবসময়েই বলেন, প্রেমিক বলে কাউকেই নাকি মনে ধরে না তাঁর! এদিন 'দাদাগিরি'-র মঞ্চে এসে পায়েল অকপটে বলেন, 'বাঙালি পরিবারে যেমন মনের মতো ছেলে খুঁজে পাওয়া কঠিন, সমান কঠিন বাবা-মায়ের মনের মতো ছেলে খুঁজে পাওয়াও। আমি কেবল নিজের কেন, বাবা-মায়ের মনের মতো ছেলেও খুঁজে এনে দিচ্ছি না। কারণ যে কোনও ছেলে খুঁজে আনলেই তাঁর জন্য প্রচুর প্রশ্ন সাজাচ্ছেন বাবা-মা।'
সেইসঙ্গে পায়েল সৌরভকে যোগ করেন, 'ধরো, সানা বড় হচ্ছে। ও যদি তোমার সামনে এসে বলে ও কাউকে ভালবাসে, দেখবে তোমার পৃথিবী উল্টোপাল্টা হয়ে যাবে।' উত্তরে সৌরভ বলেন, 'নাহ সেটা হবে না। হ্যাঁ আমিও তার জন্য কিছু প্রশ্ন সাজাব বটে, কিন্তু পৃথিবী এদিক ওদিক হবে না মোটেই।' উত্তর শুনে পায়েল অবাক হয়ে বলেন, 'অদ্ভুত.. তাহলে তো বলতেই হয় সানা ভীষণ লাকি।'
এদিন কেবল পায়েল নন, নিজেদের পছন্দ-অপছন্দ, শখ-সাধ নিয়ে কথা বলেই অভিনেত্রী অন্বেষা হাজরা (Anwesha Hazra) ও মধুমিতা সরকারও (Madhumita Sarkar)।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।