এক্সপ্লোর
Advertisement
যৌন দৃশ্যের পর এবার ধূমপান ও মদ্যপানের সিনে আপত্তি, ডিসক্লেমার যথেষ্ট নয়, বললেন নিহালানি
মুম্বই: সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা সিবিএফসি প্রধান যে অত্যন্ত সংস্কারী, তার প্রমাণ একাধিকবার পাওয়া গিয়েছে। এতদিন অবধি ছবিতে সামান্য যৌন দৃশ্য থাকলে, বা যৌন সুড়সু়ডি দেওয়া ডায়লগ থাকলে, সে ছবিও মুক্তির সবুজ সঙ্কেত পেত না সিবিএফসি-র থেকে। এবার নয়া নির্দেশ নিয়ে হাজির সিবিএফসি প্রধান।
নিহালানির দাবি, এখন থেকে ছবিতে যদি ধূমপান বা মদ্যপানের দৃশ্য থাকে, তাহলে সেই ছবিও মুক্তির অনুমতি পাবে না। শুধুমাত্র ডিসক্লেমার দিলেই সামাজিক দায়বদ্ধতা এড়াতে পারে না ছবির পরিচালক-প্রযোজক থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীরা। সেন্সর বোর্ডের তরফে একথাও বলা হয়েছে, ছবির অভিনেতাদের বিশাল প্রভাব রয়েছে জনমানসে। সেখানে চিত্রনাট্যের খুব প্রয়োজন না থাকলে এধরনের দৃশ্য একেবারেই থাকবে না ছবিতে।
এদিকে একের পর এক ছবির ওপর বিভিন্ন সময় নিষেধাজ্ঞা জারি করে বিতর্কে নিহালানি। সিবিএফসির কোপে কখনও পড়েছে ‘উড়তা পঞ্জাব’, কখনও ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’। দিন কয়েক আগেই ‘জব হ্যারি মেট সেজল’-এর ট্রেলরে ইন্টারকোর্স শব্দ থাকার জন্যে দৃশ্য ছাঁটাইয়ের নির্দেশ দেয় সেন্সর বোর্ড। ‘ইন্দু সরকার’-এর ওপরও একই নির্দেশিকা জারি হয়েছে। তার মধ্যেই জানা গিয়েছে, এহেন একের পর এক ছবিতে কাঁচি চালানোয় তাঁর ওপর ক্ষুব্ধ সাংস্কৃতিক জগত্। এমনকি তিনি নাকি অদূর ভবিষ্যতে তাঁর চাকরি খোয়াতে পারেন বলেও জানা গিয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement