এক্সপ্লোর
Advertisement
স্থানীয় ফিল্ম ইন্ডাস্ট্রির আবেদন মেনে ঈদের ছুটিতে বলিউড, হলিউড ছবি প্রদর্শনে সাময়িক নিষেধাজ্ঞা পাকিস্তানে
করাচি: বলিউড, হলিউডের কঠিন চ্যালেঞ্জ। প্রতিযোগিতায় তাদের সঙ্গে পাল্লা দিতে পারছে না কোণঠাসা ঘরোয়া সিনেমা। এই প্রেক্ষাপটে ঘরোয়া চলচ্চিত্র শিল্প মহলের দাবি মেনে ঈদের ছুটির সময় বলিউড, হলিউডের ছবির প্রদর্শন সাময়িক নিষিদ্দ করল পাকিস্তান।
ঈদের দুদিন আগে থেকে শুরু করে ছুটি শেষ হওয়ার পর দুসপ্তাহ পর্যন্ত ভারতীয় ও বিদেশি ছবির প্রদর্শন, সম্প্রচার বন্ধ থাকবে বলে পাক তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাক চলচ্চিত্র পরিবেশক, প্রদর্শনকারী ও প্রোডাকশন হাউসগুলির অনুরোধেই এই পদক্ষেপ করা হল বলে জানিয়েছেন মন্ত্রকের জনৈক অফিসার।
ঈদের ছুটি থাকে মোটামুটি চারদিন। সেই কয়েকটি দিন নতুন পাকিস্তানি, বলিউডি, হলিউডি ছবি চুটিয়ে ব্যবসা করে পাকিস্তানে। কিন্তু নিষেধাজ্ঞার ফলে সেখানকার কোনও প্রেক্ষাগৃহেই ভারতীয় ছবি দেখানো যাবে না।
পাক ফিল্ম এক্সিবিটর্স অ্যাসোসিয়েশনের এক কর্তা বলেন, বিজ্ঞপ্তি অনুসারে উত্সবের দিনগুলিতে, যখন প্রচুর লোক সিনেমা দেখতে যান, স্থানীয় ছবিকে বেশি ব্যবসা করার সুযোগ দিতে এই সাময়িক নিষেধাজ্ঞা জারি হল। আগস্ট বা সেপ্টেম্বরে ঈদ-উল-আদহার সময়ও এই বিজ্ঞপ্তি বহাল থাকবে বলে জানান তিনি।
গত ২ বছর ধরেই পাকিস্তানি ছবির প্রোডিউসার, শিল্পীরা অনুযোগ করছিলেন, নতুন ছবিগুলিকে কঠিন লড়াই করতে হচ্ছে ভারতীয়, হলিউডির ছবির সঙ্গে। তাছাড়া দেশে প্রেক্ষাগৃহের সংখ্যাও কম হওয়ার ফলে তাঁদের ভাল ব্যবসা হচ্ছে না, এমনকী কখনও কখনও বিনিয়োগ করা অর্থ পর্যন্ত উঠে আসছে না।
এবারের ঈদেও বেশ কিছু পাকিস্তানি ছবি রিলিজ হওয়ার কথা। তবে কোন কোন ভারতীয় ছবি মুক্তি পাচ্ছে, তা স্পষ্ট নয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
মালদা
জেলার
Advertisement