Mahira Khan Wedding: দ্বিতীয় বার বিয়ে সারলেন পাক-অভিনেত্রী মাহিরা খান, আবেগঘন বরের ভিডিও ভাইরাল
Mahira Khan: মাহিরা খানের ম্যানেজার অনুশয় তালহা খান, সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে মাহিরা হেঁটে আসছেন হবু বরের দিকে। ভিডিওয় দেখা যাচ্ছে হবু স্ত্রীকে দেখে আবেগঘন সেলিম।
নয়াদিল্লি: দ্বিতীয় বার বিয়ে সারলেন শাহরুখ খানের (Shah Rukh Khan Actress) জনপ্রিয় অভিনেত্রী। পাক অভিনেত্রী মাহিরা খান (Mahira Khan) শুরু করলেন জীবনের নতুন অধ্যায়। শাহরুখ খানের 'রইজ' (Raess) ছবিতে অভিনয় করে বলিউডে নাম লিখিয়েছিলেন তিনি। বিয়ে করলেন ব্যবসায়ী সেলিম করিমকে (Salim Karim)।
দ্বিতীয় বিয়ে সারলেন মাহিরা খান, প্রকাশ্যে ছবি-ভিডিও
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল মাহিরা খানের দ্বিতীয় বিয়ের ছবি। 'হমসফর' অভিনেত্রী বিয়ে করলেন ব্যবসায়ী সেলিম করিমকে। বিয়ের একাধিক ছবি ও ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
মাহিরা খানের ম্যানেজার অনুশয় তালহা খান, সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে মাহিরা হেঁটে আসছেন হবু বরের দিকে। ভিডিওয় দেখা যাচ্ছে হবু স্ত্রীকে দেখে আবেগঘন সেলিম, ধরে রাখতে পারছেন না চোখের জল। সামনে পৌঁছতেই মাহিরার দিকে এগিয়ে গিয়ে নিজের হাতে তুললেন ঘোমটা। এরপর স্ত্রীকে জড়িয়ে ধরে আদুরে চুম্বন আঁকলেন কপালে। বরকে বাহুডোরে বাঁধলেন অভিনেত্রীও।
View this post on Instagram
বিয়ের দিন অভিনেত্রী সেজেছিলেন প্যাস্টেল শেডের লেহঙ্গা ও লম্বা ভেইলে। সেই সঙ্গে পরেছিলেন হিরের গহনা। অন্যদিকে একই রঙের পাগড়ি পরেছিলেন সেলিম, আর কালো শেরওয়ানি। পাকিস্তানের Murree শহরে বিয়ে সম্পন্ন হয়। ভাইরাল ভিডিওয় অনুরাগীদের কমেন্টের বন্যা। একজন লেখেন, 'আমার খুবই ভাল লাগছে।' অপর একজন লেখেন, 'শুভেচ্ছা। ওঁর স্বামীর সঙ্গে সুন্দর জীবন দিক ঈশ্বর এই কামনা করি।'
এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন যে তিনি সেলিমের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তিনি এও নিশ্চিত করেছিলেন যে তাঁর প্রেমিক ফিল্ম দুনিয়ার কেউ নন।
কাজের ক্ষেত্রে, নেটফ্লিক্সের নতুন সিরিজ 'যো বচে হ্যায় সং সমেট লো', মাহিরা খানকে দেখা যাবে ফাওয়াদ খান ও সনম সঈদের সঙ্গে। এটি নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিন্যাল কাজ। ২০১৩ সালের ফারহাট ইশতিয়াকের লেখা বেস্টসেলিং উর্দু উপন্যাসের ওপর নির্ভপ করে তৈরি হয়েছে এই সিরিজ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন