Kangana Ranaut: দেশরক্ষায় বায়ুসেনা বাহিনীর অবদান এবার পর্দায়, মুখ্য চরিত্রে কঙ্গনা, প্রকাশ্যে 'তেজস' টিজার
'Tejas' Teaser Out: 'তেজস' ছবিতে বায়ু সেনা তেজস গিলের চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। অনুরাগীদের দাবি, বহু প্রতীক্ষার পর এই ছবিই ভাগ্য ফেরাতে অভিনেত্রীর কেরিয়ারের।
নয়াদিল্লি: নিজের আগামী ছবি নিয়ে তৈরি অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ছবির নাম 'তেজস' (Tejas teaser Out)। মুক্তি চলতি মাসেই। আজ গাঁধী জয়ন্তীতে (Gandhi Jayanti) প্রকাশ্যে এল ছবির টিজার। কেমন হল বলিউডের 'ক্যুইন'-এর নতুন ছবির টিজার?
প্রকাশ্যে কঙ্গনা অভিনীত 'তেজস' ছবির টিজার
কঙ্গনা রানাউতের অভিনয় ক্ষমতা বারবার প্রশংসিত হয়েছে। 'তেজস' ছবির টিজার প্রকাশের পরও তার অন্যথা হল না। ১ মিনিট ২৫ সেকেন্ডের টিজারে গায়ে কাঁটা দিতে পারে। সোমবার ২ অক্টোবর, গাঁধী জয়ন্তীতে প্রকাশ্যে এল টিজার। ঘোষণা করা হল 'এয়ার ফোর্স ডে' অর্থাৎ বায়ুসেনা দিবস, ৮ অক্টোবর প্রকাশ্যে আসবে ট্রেলার।
'তেজস' ছবিতে বায়ু সেনা তেজস গিলের চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। অনুরাগীদের দাবি, বহু প্রতীক্ষার পর এই ছবিই ভাগ্য ফেরাতে অভিনেত্রীর কেরিয়ারের। দেশপ্রেমে ভরপুর এই ছবি বক্স অফিসে ঝড় তুলবে বলে আশা ট্রেড অ্যানালিস্টদেরও।
টিজারে দেশভক্তের স্পষ্ট ঝলক মিলেছে। এবং এই ছবি যে অ্যাকশনে ভরপুর হতে চলেছে তা বলাই বাহুল্য। টিজারের শেষে ব্যবহৃত একটি সংলাপ নিঃসন্দেহে বাড়িয়েছে উত্তেজনা, 'ভারত কো ছেড়োগে তো ছোড়েঙ্গে নেহি' অর্থাৎ 'ভারতকে উত্যক্ত করলে ছাড় পাওয়া যাবে না'। আপাতত সকলেই অপেক্ষায় ৮ অক্টোবর, ট্রেলার মুক্তির। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৭ অক্টোবর, ২০২৩-এ। এদিন টিজার পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'আমাদের দেশের ভালবাসার জন্য উড়ান নিতে প্রস্তুত! ভারতকে উত্যক্ত করলে ছাড় পাওয়া যাবে না। ট্রেলার আসছে ভারতীয় বায়ুসেনা দিবস, ৮ অক্টোবরে।'
View this post on Instagram
এই ছবি তেজস গিল, একজন বায়ুসেনা পাইলটের অসাধারণ যাত্রাকে কেন্দ্র করে আবর্তিত হয়। এই ছবির লক্ষ্য প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করা এবং গভীর গর্বের অনুভূতি জাগিয়ে তোলার। ছবিতে দেখানো হয়েছে কীভাবে আমাদের বায়ুসেনা বাহিনীর পাইলটরা আমাদের দেশকে রক্ষা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে, এবং অসংখ্য চ্যালেঞ্জের মোকাবিলা করে। এখন সকলেই অপেক্ষায় ছবির ট্রেলার মুক্তির।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial