Parambrata on Nikosh Chaya: রাতে মর্গের দৃশ্যে শ্যুটিং, একজনের দিকে চোখ পড়তেই চমকে উঠল.. 'নিকষ ছায়া'-র গল্পে পরমব্রত
Parambrata Chatterjee on Chiranjeet Chakraborty: 'পর্ণশবরীর শাপ'-এর জনপ্রিয়তাই কি পরিচালক পরমব্রতকে ভরসা দিয়েছিল 'নিকষ ছায়া' আনবার? অভিনেতা পরিচালক বলছেন, 'মানুষকে ভয় পাওয়ানো কঠিন, তবে অসম্ভব নয়'
কলকাতা: চার পাঁচজন বাঙালি একসঙ্গে হবেন, আর ভূতের গল্প হবে না, তাও কি হয়! এই কার্যত প্রবাদ বাক্যটিকে মনেপ্রাণে বিশ্বাস করেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)-ও। তিনি বিশ্বাস করেন, বাঙালি ভয় পেতে ভালবাসে। আর সেই বিশ্বাস থেকেই তিনি নিয়ে আসছেন 'পর্ণশবরীর সাপ'-এর দ্বিতীয় সিজন, 'নিকষ ছায়া'। ফের একবার আসছেন 'ভাদুড়ি মশাই' (Bhaduri Moshai)। হইচই-এর ওয়েব সিরিজ 'নিকষ ছায়া' নিয়ে ভূত চতুর্দশীর দিন এবিপি লাইভের সঙ্গে আড্ডা দিলেন সিরিজের পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)।
'পর্ণশবরীর শাপ'-এর জনপ্রিয়তাই কি পরিচালক পরমব্রতকে ভরসা দিয়েছিল 'নিকষ ছায়া' আনবার? অভিনেতা পরিচালক বলছেন, 'মানুষকে ভয় পাওয়ানো কঠিন, তবে অসম্ভব নয় তো। বাঙালি ভয় পেতে ভালবাসে। কয়েকজন বাঙালি একসঙ্গে হবেন আর ভূতের গল্প হবে না তাও কি হয়। 'পর্ণশবরীর শাপ' যে ভালবাসা পেয়েছিল, তারপরেই আমরা ঘোষণা করেছিলাম 'নিকষ ছায়া' আমার। বাংলা ছবিতে সিরিয়াস হরর তেমন হয়নি, আর আমার এই দিকটায় ভীষণ আকর্ষণ। সেই মতোই শ্যুটিং আর যাবতীয় পরিকল্পনা করা। 'পর্ণশবরীর শাপ' ভীষণ জনপ্রিয় একটা গল্প। 'নিকষ ছায়া' একটি উপন্যাস, তবে ততটা জনপ্রিয় নয়। আমরা গল্পটা থেকে চিত্রনাট্য তৈরি করার জন্য সামান্য বদল করেছি, তবে বড় বদল কিছু হয়নি।'
হরর ছবির শ্যুটিং অন্য সিনেমার থেকে কতটা আলাদা? পরমব্রত বলছেন, 'শুধু শব্দ করেই তো আর দর্শককে ভয় পাওয়ানো যায় না। আসলে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করতে হয়। চরিত্রদের একটা ভয়ের পরিবেশের মধ্যে দিয়ে নিয়ে যেতে হয় যাদের হাত ধরে দর্শকেরাও একটা ভয়ঙ্কর পরিবেশে প্রবেশ করেন। আশা করি সেই কাজটা 'পর্ণশবরীর সাপ'-এ কিছুটা করতে পেরেছি। আশা করছি নিকষ ছায়াতে সেটা আরই পারব।' শ্যুটিংয়ের অভিজ্ঞতা বলতে গিয়ে পরিচালক বলছেন, 'বাংলায় তো শ্যুটিং করতে প্রচুর সময় পাওয়া যায় না। আর যেহেতু এটা একটা সাধারণ ড্রইংরুম ড্রামা নয়, একটা এফেক্টস নির্ভর কাজ তাই অনেক আগে থেকে আঁটঘাট বেঁধে কাজে নামতে হয়। কোথাও এতটুকু সময় নষ্ট হওয়ার যো নেই। তবে আমার টিম সেভাবেই কাজ করে অভ্যস্ত। আমার সহযোগী পরিচালক থেকে শুরু করে আমার ডিওপি সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন বলেই এইটুকু সময়ে কাজটা করা সম্ভব হয়।
শ্যুটিংয়ের কোনও অভিজ্ঞতা রয়েছে যা খুব মনে পড়ে? পরমব্রত বলছেন, 'খুব কম সময়ে শ্যুটিং তো, পুরো মনটাই থাকে কাজের দিকে। তবে একটা চরিত্র রয়েছে গেনু বলে। তার মেকআপটা এক্কেবারে অন্যরকম। সেই অভিনেতাকে যখন প্রথম মেকআপ করে সেটে আনা হয়, সেটা ছিল একটা মর্গের দৃশ্য। সেটের অনেকেই জানতেন না, সেদিন গেনু আসবে। ওকে হঠাৎ দেখে সবাই ভয় পেয়ে ছিটকে সরে গিয়েছিলেন। পরে বুঝতে পারেন ও ও আমাদের অভিনেতা।'
চিরঞ্জিৎ চক্রবর্তীর সঙ্গে এর আগেও কাজ করেছেন পরমব্রত, 'নিকষ ছায়া'-য় নতুন কী অভিজ্ঞতা হল? পরমব্রত বলছেন, 'ওঁর ইমেজটা ভাদুড়ি মশাইয়ের সঙ্গে এত ভাল মিলে যায় যে আমি সেটার ওপরেই জোর দিই। ওঁর অভিনয় করার নির্দিষ্ট একটা ধরণ রয়েছে, সেটাকে আমি ঘাঁটি না। সেটাকেই যথাসম্ভব কাজে লাগানোর চেষ্টা করি।' গোটা সিরিজে অভিনয়ের দিক থেকে পরিচালক পরমব্রত কাকে এগিয়ে রাখবেন? পরিচালক বলছেন, 'সেটা যাঁরা দেখবেন তাঁদের জন্য তোলা থাক। তবে গৌরব-সুরঙ্গনা এমনিই আমার খুব প্রিয় অভিনেতা অভিনেত্রী। নতুন যাঁরা এবার যোগ হয়েছেন, তাঁদের মধ্যে একটা নতুন চমক রয়েছে। সেটা সিরিজটা মুক্তি পেলে সবাই বুঝতে পারবেন। আর এবার অনুজয় চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। ও ভীষণ শক্তিশালী অভিনেতা।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে