Paran Bandyopadhyay on Kishmish: দেব-রুক্মিণীকে শুভেচ্ছা জানাতে 'কাকা ইজ ব্যাক'!
Kishmish Promotion: মাস কয়েক আগেই মুক্তি পেয়েছে 'টনিক'। করোনা পরবর্তী সময়ে বাংলা ছবি হিসাবে বেশ ভাল ব্যবসা করেছে এই ছবি। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তা লাভ করে 'কাকা' পরাণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্র।
কলকাতা: আসছে 'কিশমিশ' (Kishmish)। আর মাত্র দিন তিনেকের অপেক্ষা। এবার রোহিনী (Rohini) ও টিনটিনের (Tintin) 'কিশমিশ' প্রেমকাহিনিকে শুভেচ্ছা জানাতে হাজির 'কাকা'। বুঝলেন না? পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandyopadhyay)।
'কাকা'র শুভেচ্ছা
মাস কয়েক আগেই মুক্তি পেয়েছে 'টনিক' (Tonic)। করোনা পরবর্তী সময়ে বাংলা ছবি হিসাবে বেশ ভাল ব্যবসা করেছে এই ছবি। আর সেই সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তা লাভ করে 'কাকা' পরাণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্র।
'টনিক' ছবি মুক্তির আগে একাধিক ভিডিও পোস্ট করে দেব জানান যে এই প্রবীণ বয়সেও পরাণ বন্দ্যোপাধ্যায় কী কী কেরামতি দেখিয়েছেন।
এবার দেব - রুক্মিণীর আসন্ন ছবি 'কিশমিশ'-এর প্রচারে পরাণ বন্দ্যোপাধ্যায়। 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর পক্ষ থেকে পোস্ট করা ভিডিওয় মজা করে ক্যাপশন লেখা হয়, 'টনিকে ইচ্ছেপূরণের পর, 'কিশমিশ'-এর মিষ্টি প্রেমের খোঁজে কাকা ইজ ব্যাক।'
View this post on Instagram
রোহিনী আর টিনটিনের জমে ক্ষীর হওয়া প্রেমের গল্পে কিশমিশ ছড়াতে দেখা গেল সকলের প্রিয় 'কাকা'কে।
'কিশমিশ' ছবির প্রচার
গত বেশ কিছুদিন ধরে জমাটি প্রচার চলেছে রাহুল মুখোপাধ্য়ায় পরিচালিত এই ছবির। নজর কেড়েছে দিন কয়েক আগে রবিবার সকালে মেট্রো স্টেশনে প্রচার। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে যতীন দাস পার্ক পর্যন্ত দেব-রুক্মিণীর সঙ্গে ছবির অন্যান্য কলাকুশলীরা যাত্রা করেন। দেব এবং রুক্মিণী মৈত্রর পোশাকে ছিল রংমিলন্তি। দুজনকেই মাল্টি কালারের পোশাকে দেখা যায়।