ন্যাশনাল স্কুল অব ড্রামার প্রধান পরেশ রাওয়াল
তাঁকে এই পদে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
নয়াদিল্লি: ন্যাশনাল স্কুল অব ড্রামার শীর্ষ পদে বসলেন অভিনেতা পরেশ রাওয়াল। তাঁকে এই পদে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিংহ পটেল এই খবর জানিয়েছেন। অভিনেতাকে অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী। তাঁর(পরেশ রাওয়াল) প্রতিভা থেকে শিল্পী ও পড়ুয়ারা উপকৃত হবেন বলেও মন্তব্য করেছেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী।
তিন দশকের বেশি সময় তাঁর অভিনয় জীবন। বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন। ১৯৯৪ সালে সেরা সহ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন পরেশ রাওয়াল। ২০১৪ সালে পান পদ্মশ্রী।
চলচ্চিত্রের পাশাপাশি নাটকের জগতেও সমানভাবে যুক্ত এই অভিনেতা। বহুদিন আগে এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল বলেছিলেন, ’’নাটক আমার প্রথম প্রেম, মঞ্চে উঠলে আমি সবচেয়ে খুশি হই। আমার শিকড় নাটকে। যারা নাটক ভালবাসেন, বোঝেন তেমন দর্শকদের সামনে অভিনয় করতে আমি বেশি স্বচ্ছন্দ্য বোধ করি।‘‘