মাউন্ট এভারেস্ট থেকে ছবি পোস্ট পরিণীতি চোপড়ার, কাজ শুরু করছেন নতুন ছবির
পরিণীতি চোপড়া আপাতত সূরজ বরজাতিয়ার সঙ্গে তাঁর পরবর্তী ছবির শ্যুটিং করছেন। শ্যুট লোকেশন থেকে পরিচালকের সঙ্গে বেশ কিছু ছবিও পোস্ট করেন তিনি।
নয়াদিল্লি: অতিমারী পরিস্থিতি খানিক নিয়ন্ত্রণে আসতেই সকলেই মনের শান্তি খুঁজতে বেরিয়ে পড়ছেন ঘুরতে। ঘুরতে যেতে প্রচণ্ড ভালবাসেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মাউন্ট এভারেস্ট ট্রিপের ছবি। 'ইশকজাদে' অভিনেত্রীকে দেখা গেল ছবির মতো প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে। সেখানে তিনি তাঁর পরবর্তী প্রজেক্টের শ্যুটিংও করছেন।
ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'শুভ সকাল। তুমি আজ আমাকে নম্রতা শিখিয়েছ।'
View this post on Instagram
পরিণীতি চোপড়া আপাতত সূরজ বরজাতিয়ার সঙ্গে তাঁর পরবর্তী ছবির শ্যুটিং করছেন। শ্যুট লোকেশন থেকে পরিচালকের সঙ্গে বেশ কিছু ছবিও পোস্ট করেন তিনি। 'সাইনা' অভিনেত্রী ছবি শেয়ার করে লেখেন, 'সূরজ বরজাতিয়ার আইকনিক সিনেম্যাটিক ইউনিভার্সের অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত ও সম্মানিত। তাঁর তত্ত্বাবধানে কাজ করতে আমি আগ্রহী, একই সঙ্গে দুর্ধর্ষ কাস্টের সঙ্গে কাজ করতে পেরেও খুশি।'
View this post on Instagram
অন্যদিকে গতকাল অমিতাভ বচ্চনের জন্মদিন ছিল। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান বিগ-বিকে। এছাড়া ভাই শিবাঙ্গ চোপড়ার সঙ্গে ছুটি কাটাতে গিয়েও বেশ কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী। ঘুরতে গিয়ে ভাই বোন সাত দিন টানা নৌকায় থেকেছিলেন, স্কুবা-ডাইভিংও করেন।