Parineeti Chopra: লন্ডনে জমিয়ে ছুটি কাটাচ্ছেন পরিণীতি! সঙ্গে রয়েছেন 'কাছের মানুষ'
Parineeti Chopra in London: ইনস্টাগ্রামে পরিণীতি চোপড়া যে পোস্ট শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে, তিনি তাঁর প্রিয় মিমিদিদির কথা বলেছেন। অনেকেই ভেবেছেন যে এই 'মিমিদি'টি কে?
নয়া দিল্লি: ব্রিটেনে ব্যস্ত অভিনেত্রী। তবে কাজে নয়, ছুটি কাটাতে ব্যস্ত রয়েছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। সম্প্রতি রাজনৈতিক নেতা রাঘব চড্ডার (Raghav Chhadda) সঙ্গে তাঁর 'সম্পর্ক' নিয়ে জোর চর্চাও শুরু হয়েছে। সম্প্রতি দিল্লিতে (Delhi) পাড়ি দিয়েছিলেন পরিণীতি। তাঁকে বিমানবন্দরে নিতে এসেছিলেন আপ নেতা। সূত্রের খবর, একে অপরের সঙ্গে ডেট করছেন তাঁরা। শুধু তাই নয়, দুই পরিবার দিনক্ষণ ঠিক করতে ব্যস্ত তাঁদের রোকা অনুষ্ঠানের। তবে এখনও সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। যদিও লন্ডনে নিজের 'কাছের মানুষ' এর সঙ্গেই রয়েছেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে পরিণীতি চোপড়া যে পোস্ট শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে, তিনি তাঁর প্রিয় মিমিদিদির কথা বলেছেন। অনেকেই ভেবেছেন যে এই 'মিমিদি'টি কে? তিনি প্রিয়ঙ্কা চোপড়া। অ্যামাজন প্রাইমের স্পাই-থ্রিলার সিটাডেল-এর প্রিমিয়ারের জন্য এই মুহূর্তে লন্ডনে রয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে প্রিয়ঙ্কাকে একটি পোস্টে ট্যাগ করে পরিণীতি চোপড়া লেখেন, 'সেম মিমি দিদি সেম'। এই পোস্টটি আবার রি-শেয়ারও করেছেন পিগি চপস।
রাঘব এবং পরিণীতির সম্পর্ক নিয়ে জল্পনা আরও এক রাজনৈতিক ব্যক্তিত্বের ট্যুইট। সম্প্রতি সঞ্জীব অরোরা রাঘব ও পরিণীতির ছবি একসঙ্গে ট্যুইট করে লেখেন, 'রাঘব ও পরিণীতিকে অনেক শুভেচ্ছা। ওদের মিলন যেন প্রেমের প্রাচুর্য্যে, আনন্দে ও একে অপরের সঙ্গতে ভরে ওঠে। আমার শুভেচ্ছা।' এই ট্যুইটটি কয়েক গুণ জল্পনা বাড়িয়েছে তাঁদের সম্পর্কের। শোনা যাচ্ছে, স্বরা ভাস্বরের পরে খুব তাড়াতাড়িই সাত পাকে বাঁধা পড়বেন আরও এক রাজনীতি ও বিনোদন দুনিয়ার মানুষ।
আরও পড়ুন, 'মহিলারা নোংরা জামা পরলে শূর্পণখার মতো দেখতে লাগে', বিতর্কিত মন্তব্য কৈলাসের!
একবার মুম্বইতে পাপারাৎজিদের মুখোমুখি হয়েছিলেন পরিণীতি। প্রথম প্রশ্নই আসে রাঘবকে নিয়ে। সমস্ত প্রশ্নের উত্তরে স্মিত হাসি খেলে যায় পরিণীতি মুখে। তাতে যে ঠিক কী ছিল.. সম্মতি, লজ্জা নাকি দুইই তা কেবল জানেন পরিণীতিই। তবে এই মৌনতাকেই সম্মতি বলে ধরে নিয়েছেন অনুরাগীরা। শেষে গাড়িতে ওঠার আগে পরিণীতি বলেন.. 'হুমম... থ্যাঙ্ক ইউ... বাই..'। এই শব্দগুলি বলার মধ্যে তাঁর হাসিতে যেন খেলে গেল দুষ্টুমি।