Pathaan Live Updates: বিতর্ক-প্রতিবাদ পেরিয়ে শাহরুখে বুঁদ দর্শক, শো বাড়ল 'পাঠান'-এর
Film Pathaan Live Updates: সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও। দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলবে এই ছবি।
LIVE

Background
Pathaan Live: ৪ বছরের অপেক্ষার অবসান, 'পাঠান' মুক্তির দিনে শাহরুখ অনুরাগীদের বাঁধভাঙা উচ্ছ্বাস
৪ বছরের অপেক্ষার অবসান, 'পাঠান' মুক্তির দিনে শাহরুখ অনুরাগীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

অনুরাগীদের ৪ বছরের অপেক্ষার অবসান। অবশেষে বড়পর্দায় 'পাঠান', দেশ জুড়ে উত্তেজনা, উন্মাদনা। কেমন কাটছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত এই ছবি।
কাশ্মীরে প্রথম দিনেই হাউজফুল 'পাঠান'
সিনেমা বোধহয় পার করে দেয় সমস্ত বাধা। উত্তাল পরিস্থিতি পেরিয়েও বিনোদনের রসদ যোগায়। শাহরুখ খানের সিনেমা 'পাঠান' প্রথমদিনেই হাউজফুল হল কাশ্মীরে।
'বেশরম রঙ' থেকে সরল না দীপিকার গেরুয়া বিকিনি
'পাঠান'-এর 'বেশরম রঙ' থেকে সরানো হয়নি দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি, গানের দৃশ্যে সামান্য পরিবর্তন করেই মুক্তি পেল 'পাঠান'।
'অপ্রতিরোধ্য পাঠান', প্রথম দিনেই বাড়ানো হল শো-এর সংখ্যা
একের পর এক শো হাউজফুল, হিন্দি সহ বিভিন্ন ভাষায় বাড়ানো হল 'পাঠান'-এর শো, জানালেন ট্রেন্ড অ্যানালিকিস্ট তরণ আদর্শ
'পাঠান' বয়কটের দাবি বিশ্ব হিন্দু পরিষদের
কর্ণাটকে বয়কট পাঠান পোস্টার হাতে রাস্তায় বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকেরা। গেরুয়া পোশাকে দীপিকা পাড়ুকোনের 'বেশরম রঙ' গানে বিতর্কের জের ছবি মুক্তির দিনেও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
