Payal Ghosh: 'দেশের সম্মানের আগে টাকা নয়..', তুরস্ক সফর বাতিল করে সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী পায়েল ঘোষ
Payal Ghosh News: সম্প্রতি IANS -কে দেওয়া সাক্ষাৎকারে পায়েল বলেছেন, 'আমার দেশের গর্ব আর সম্মানের থেকে বেশি মূল্যবান কোনও অঙ্কের টাকাই হতে পারে না'

কলকাতা: বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নিজের তুরস্ক সফর বাতিল করলেন অভিনেত্রী পায়েল ঘোষ (Payal Ghosh)। তাঁর কথায়, 'পিছনে ছুরি মারা আবার পর্যটনশিল্প, দুইই একসঙ্গে চলতে পারে না।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)-র কথা উল্লেখ করে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী বলেছেন, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। জানা যাচ্ছে, এই সফরের জন্য ৩০ লাখ টাকা পাচ্ছিলেন পায়েল। কিন্তু তারপরেও তুরস্কে যাওয়ার অফার ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি IANS -কে দেওয়া সাক্ষাৎকারে পায়েল বলেছেন, 'আমার দেশের গর্ব আর সম্মানের থেকে বেশি মূল্যবান কোনও অঙ্কের টাকাই হতে পারে না। আমি প্রথমে একজন ভারতীয়, তারপরে একজন অভিনেত্রী। আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী ঠিক যেমনটা বলেছেন যে, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না, তেমনই পিঠে ছুরি মারা আর পর্যটনশিল্প দুইই একসঙ্গে চলতে পারে না।' এখানেই শেষ করেননি অভিনেত্রী। তিনি আরও বলেন, 'এইরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে তুরস্ক যদি পাকিস্তানের পক্ষ নেওয়াই মনস্থ করে, তাহলে তারা কখনোই প্রত্যাশা করতে পারে না যে ভারতীয় শিল্পীরা তাদের দেশে যাবে আর সেই উপস্থিতি থেকে তুরস্ক লাভবান হবে, পর্যটন বাড়াবে। আমি কেন আমার তুরস্ক সফর বাতিল করেছি, সেটা নিয়ে আমার নিজের মনে কোনও সন্দেহ নেই। ঈশ্বর করুণাময়। তিনি আমার যা যা প্রয়োজন সমস্তই আমায় দিয়েছেন। আমি কখনোই আমার দেশের গর্ব ও সম্মানের আগে টাকাকে রাখতে পারব না। জয় হিন্দ।'
কেন হঠাৎ তুরস্ক যাওয়া বাতিল করলেন পায়েল, কেনই বা টেনে আনলেন দেশের প্রসঙ্গ, এর উত্তর জানতে ফিরে তাকাতে হবে পহেলগাঁও হামলার দিকে। কাশ্মীরের পহেলগাঁও-এ বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করার ঘটনায় পাওয়া গিয়েছিল পাকিস্তান যোগ। আর সেই ঘটনার প্রত্যুত্তরে ভারতীয় সেনা চালিয়েছিল অপারেশন সিঁদুর। পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছিল ভারত। আর এরপরেই ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছিল। বারে বারে পাকিস্তান হামলার চেষ্টা করছিল ভারতের ওপর। প্রত্যেকটা হামলাই প্রতিহত করেছে ভারত। একাধিক ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান। জানা গিয়েছিল, পাকিস্তানের এই হামলায় মদত দিয়েছিল তুরস্ক। পাকিস্তানকে পর্যাপ্ত ড্রোন পাঠিয়েছিল তুরস্ক। যুদ্ধকালীন পরিস্থিতিতে তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়ানোয় এই দেশের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছিল ভারত।






















