Actress Divorce Rumor: বিয়ে ভাঙছে আরও এক নায়িকার? স্বামীর তৈরি সংস্থা থেকে দিলেন ইস্তফা
Payal Rohatgi and Sangram Singh: এই প্রথম নয়, এর আগেও পায়েল রোহতগি ও সংগ্রাম সিংহের সম্পর্কে ফাটলের কথা প্রকাশ্যে এসেছে

কলকাতা: ফের আরও এক বিয়ে ভাঙছে বিনোদন দুনিয়ায়? মাত্র ৩ বছর বিয়ে করেছেন অভিনেত্রী পায়েল রোহতগি (Payal Rohatgi)। আর এর মধ্যেই তাঁর বিয়ে ভাঙার গুঞ্জন প্রকাশ্যে? সংগ্রাম সিংহের সঙ্গে ৩ বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পায়েল রোহতগি। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, বিয়ে ভাঙতে চলেছে অভিনেত্রীর। কারণ, পায়েল ও সংগ্রাম সিংহ একসঙ্গে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালাতেন। পায়েল সেই সংস্থার ডিরেক্টরের পদে ছিলেন। সম্প্রতি সেই পদ থেকে পদত্যাগ করেছেন পায়েল। নিজেই শেয়ার করে নিয়েছেন সেই খবর। আর এর পর থেকেই প্রকাশ্যে এসেছে, তাঁদের বিয়ে ভাঙার গুঞ্জন।
সোশ্যাল মিডিয়ায় এই স্বেচ্ছাসেবী সংস্থা থেকে পদত্যাগের কথা জানিয়েছেন পায়েল। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েই পদত্যাগ করেছেন বলে খবর। সোশ্যাল মিডিয়ায় পায়েল যে পদত্যাগ পত্র শেয়ার করেছেন, সেখানে লেখা ছিল, 'আমি ব্যক্তিগত কারণে সংগ্রাম সিং চ্যারিটেবল ফাউন্ডেশন থেকে ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করছি। আমি বোর্ডের কাছে পদত্যাগপত্রটি গ্রহণ করার অনুরোধ করছি।'
তবে এই প্রথম নয়, এর আগেও পায়েল রোহতগি ও সংগ্রাম সিংহের সম্পর্কে ফাটলের কথা প্রকাশ্যে এসেছে। ২০২৪ সালে পায়েল রোহতগি আর সংগ্রাম সিংহের একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। সেখানে দেখা গিয়েছিল, তাঁরা ঝগড়া করছেন। সেই ক্লিপিংসটিতে পায়েল সংগ্রাম সিংহের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন। পায়েল অভিযোগ করেন, সংগ্রাম সিংহ তাঁর সঙ্গে ভাল ব্যবহার করেন না। আর সেই কারণেই তিনি মা হতে পারছেন না। পায়েল সংগ্রাম-এর পরিবারের প্রতিও অভিযোগ করেছিলেন যে তাদের মহিলাদের সম্পর্কে পুরনো ধারণা রয়েছে, যেখানে মহিলারা কেবল রান্না করেন, সন্তান পালন করেন এবং ঘোমটা পরে থাকেন। পায়েল আরও অভিযোগ করেছিলেন, সংগ্রাম সিংহের বাড়ির মহিলারা লেখাপড়া করেন না। কিন্তু বর্তমান পৃথিবীতে এমনটা অসম্ভব।
২০২২ সালের জুলাই মাসে বিয়ে করেছিলেন পায়েল ও সংগ্রাম। কিন্তু বিবাহ বিচ্ছেদ নিয়ে এখনও পর্যন্ত পায়েল বা সংগ্রাম কেউই মুখ খোলেননি। অনুরাগীরা প্রত্যাশা করছেন, যাতে পায়েল ও সংগ্রামের বিবাহ বিচ্ছেদের খবর কেবল গুঞ্জনই হয়, সত্যি না হয়।
View this post on Instagram






















