রিতুর সব ছবি ইন্সস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে।
4/10
'২৪' দ্বিতীয় মরশুমে ভূমিকার জন্য টেলিভিশনে সবচেয়ে সেরা অভিষেক হিসেবে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন রিতু।
5/10
রিতুকে ‘হদ কর দি আপনে’, ‘লজ্জা’, ‘শক্তি: দ্য পাওয়ার’-এর মতো সিনেমাতেও দেখা গিয়েছে। গত বছর তাঁখে অনিল কপূরের টিভি সিরিজ '২৪'-এর দ্বিতীয় মরশুমে দেখা গিয়েছিল।
6/10
ফটোশ্যুটের কিছু ছবি রিতু নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
7/10
সম্প্রতি রিতু একটি ফটোশ্যুট করিয়েছেন। সেখানে বিভিন্ন আকর্ষণীয় ভঙ্গিমায় দেখা গিয়েছে তাঁকে।
8/10
সিরিয়ালে মায়ের ভূমিকায় অভিনয় করলেও এই ছবি থেকে স্পষ্ট, ২৪ বছর পরও সমান মোহময়ী রিতু।
9/10
টেলি সিরিয়াল ‘ইস প্যায়ার কো ক্যায় নাম দুঁ’-র তৃতীয় মরশুমের প্রধান অভিনেত্রী শিবানী তোমরের মায়ের ভূমিকায় এবার দেখা যাচ্ছে রিতুকে। তাঁর অভিনীত চরিত্রটি ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।
10/10
১৯৯৩-এ পহলাজ নিহালনির সিনেমা ‘আঁখে’ মুক্তি পেয়েছিল। এই সিনেমায় ‘লাল দোপট্টে বালী’ ছিলেন গোবিন্দার নায়িকা। নাম রিতু শিবপুরী। ডেভিড ধাওয়ান পরিচালিত এই সিনেমাই ছিল রিতুর প্রথম হিন্দি সিনেমা।