এক্সপ্লোর
Advertisement
দেখুন, শাহরুখের বাড়িতে রাখিবন্ধন উৎসব
এবার রাখি সেলিব্রেশনে যোগ দিয়েছিলেন শাহরুখের দুই ছেলে আরিয়ান, আবরাম ও তাদের মামাতো বোন আলিয়া। কিন্তু দেখা গেল না শাহরুখের মেয়ে সুহানাকে।
মুম্বই: রাখিবন্ধন উৎসব মানেই শাহরুখ-পরিবারে দেদার হইহুল্লোড়। গতবছরও রাখির পরে সুহানা ও ছোট্ট আবরামের রাখি বাঁধার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন কিং খান। এবার খান-পরিবারে উৎসব পালন হল আরও সাড়ম্বরে। এবার রাখি সেলিব্রেশনে যোগ দিয়েছিলেন শাহরুখের দুই ছেলে আরিয়ান, আবরাম ও তাদের মামাতো বোন আলিয়া। কিন্তু দেখা গেল না শাহরুখের মেয়ে সুহানাকে। তিনি নাকি আপাতত ফ্রান্সের নাট্য উৎসবে।
আলিয়া গৌরি খানের দাদা বিক্রান্তের মেয়ে। কিছুদিন আগেই যার বিয়ের অনুষ্ঠানে মেতে উঠেছিলেন গৌরি ও সুহানা। রাখির আনন্দে এবার খান পরিবারের সঙ্গে সামিল আলিয়া ও তাঁর ভাই অর্জুনও। শাহরুখ তো বটেই, রাখিবন্ধনের বিভিন্ন মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন আলিয়াও।
একটি ছবিতে দেখা গেল তিন ভাই, আরিয়ান, অর্জুন, আবরামকে। সবার কপালেই মঙ্গল তিলক। তাছাড়াও আরও বেশকিছু পারিবারিক ছবি আপলোড করেছেন আলিয়া।
দেখুন গতবছর রাখিতে কী ছবি শেয়ার করেছিলেন শাহরুখ।
শাহরুখ কন্যা সুহানা ও বোন আলিয়ার বন্ধুত্বটা বেশ জমাটি। এইবছর মে মাসে আলিয়ার বিয়েতেই কলকাতায় গিয়েছিলেন সুহানা। সেখানে দুই বোনের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement