এক্সপ্লোর
ট্রেনিং দিচ্ছেন হৃত্বিক, বলিউডে পা রাখছেন তুতো বোন পশমিনা রোশন?
বলিউডের সুপরিচিত রোশন পরিবারের মেয়ে পশমিনা রোশন সিনেমা জগতে আসতে প্রস্তুত। টিনসেল টাউনে এমনই জল্পনা। পশমিনা সঙ্গীত পরিচালক রাজেশ রোশনের মেয়ে। জল্পনা চলছে যে, বলিউডে পা রাখার ক্ষেত্রে তরুণী পশমিনাকে প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছেন তাঁর দাদা হৃত্বিক রোশন। হৃত্বিক ইতিমধ্যেই বলিউডের সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সেই বড় দাদার হাত ধরেই পশমিনা বলিউডে আত্মপ্রকাশের পথে হাঁটছেন বলে খবর।

মুম্বই: বলিউডের সুপরিচিত রোশন পরিবারের মেয়ে পশমিনা রোশন সিনেমা জগতে আসতে প্রস্তুত। টিনসেল টাউনে এমনই জল্পনা। পশমিনা সঙ্গীত পরিচালক রাজেশ রোশনের মেয়ে। জল্পনা চলছে যে, বলিউডে পা রাখার ক্ষেত্রে তরুণী পশমিনাকে প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছেন তাঁর দাদা হৃত্বিক রোশন। হৃত্বিক ইতিমধ্যেই বলিউডের সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সেই বড় দাদার হাত ধরেই পশমিনা বলিউডে আত্মপ্রকাশের পথে হাঁটছেন বলে খবর। থিয়েটারে অভিজ্ঞতা রয়েছে পশমিনার। একাধিক অ্যাক্টিং ওয়ার্কশপ করেছেন তিনি। জেফ গোল্ডবার্গের কাছে ৯ মাস এবং এর পাশাপাশি অভিষেক পান্ডে, ব্যারি জন, নাদিরা বব্বর ও বিনোদ রাওয়াত (হৃত্বিকের ভয়েস কোচ ছিলেন)-এর কাছেও প্রশিক্ষণ নিয়েছেন তিনি। পশমিনা তাঁর দাদু বিখ্যাত সঙ্গীত পরিচালক রোশনলাল নাগরাথ এবং সেইসঙ্গে বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক তথা কাকা রাকেশ রোশনের পদাঙ্ক অনুসরণ করছেন। পশমিনা বয়সের তুলনায় মানসিক দিক থেকে পরিণত বলেই খবর। ২৩ বছরের পশমিনার বড় কোনও ব্যানারে বলিউডে আত্মপ্রকাশ ঘটতে পারে তাঁর।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















