Ponniyin Selvan 2 Song PS Anthem: 'পোনিয়ন সেলভান ২'-এর নতুন গান 'পি এস অ্যান্থেম' প্রকাশ্যে
PS Anthem: গানটি হিন্দিতে তৈরি হয়েছে যেখানে সিনেমার একাধিক দৃশ্য দেখা যাচ্ছে এবং এ আর রহমান ট্র্যাকটিকে একটি র্যাপ ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশ্রিত করে আধুনিকতার ছোঁয়া দিতে চেয়েছেন।
নয়াদিল্লি: 'পোনিয়ন সেলভান ২'-এর (Ponniyin Selvan 2) নতুন গান এল প্রকাশ্যে। গানের নাম 'পি এস অ্যান্থেম' (PS Anthem)। এ আর রহমানের (AR Rahman) সঙ্গীত পরিচালনায় এই গানের কথা লিখেছেন গুলজার (Gulzar)। এদিন সোশ্যাল মিডিয়ায় ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) গানের কথা ঘোষণা করেন।
প্রকাশ্যে 'পি এস টু'র নতুন গান
প্রকাশ্যে 'পি এস অ্যান্থেম'। গানটি হিন্দিতে তৈরি হয়েছে যেখানে সিনেমার একাধিক দৃশ্য দেখা যাচ্ছে এবং এ আর রহমান ট্র্যাকটিকে একটি র্যাপ ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশ্রিত করে আধুনিকতার ছোঁয়া দিতে চেয়েছেন।
শনিবার, তরণ আদর্শ এই গানটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন। লেখেন, 'মণি রত্নম - এ আর রহমান - গুলজার প্রকাশ্যে আনলেন 'পি এস ২' ছবির গান 'পি এস অ্যান্থেম'... 'পি এস অ্যান্থেম' - এই রইল নতুন গান মণি রত্নমের পোনিয়ন সেলভান ২-এর নতুন গান...।'
'মাদ্রাজ টকিজ', 'লাইকা প্রোডাকশন'-এর প্রযোজনায় প্রেক্ষাগৃহে আগামী ২৮ এপ্রিল মুক্তি পাবে এই সিনেমা। তামিল, হিন্দি, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে এই ছবি। এর আগে 'পোনিয়ন সেলভান ২'-এর তৃতীয় গান মুক্তি পেয়েছিল। গানের নাম 'শিবোহম' যা মূলত মধুরনতকম ওরফে উত্তম চোলকে ঘিরে তৈরি।
View this post on Instagram
মণি রত্নম (Mani Ratnam) নিয়ে আসছেন তাঁর ম্যাগনাম ওপাস 'পোনিয়ন সেলভান'-এর দ্বিতীয় ভাগ। এই ঘোষণা গতবছরের শেষের দিকেই করেছিলেন তিনি। সেই মতোই এপ্রিলের শেষে মুক্তি পাবে এই ছবি। 'পোনিয়ন সেলভান ১' গত বছরের অন্যতম বড় বক্স অফিস সফল ছবি। যবে থেকে জানা গেছে যে ছবির দুই পর্বের শ্যুটিংই পরিচালক একসঙ্গে সেরেছেন, তবে থেকে দর্শক ও অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায়। প্রসঙ্গত, গোটা বিশ্বজুড়ে, তামিল, তেলুগু, হিন্দি, মালয়লম ও কন্নড়, এই পাঁচ ভাষায় 'পোনিয়ন সেলভান ১' ৫০০ কোটিরও বেশি ব্যবসা করেছে। ছবিটি বিখ্যাত তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির 'পোনিয়ন সেলভান' উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি। 'পি এস ১'-এর মুখ্য অভিনেতারা ফিরবেন দ্বিতীয় ছবিতেও।
আরও পড়ুন: 'Tooth Pari' Trailer: দন্তচিকিৎসক ও ভ্যাম্পায়ারের 'অসম' প্রেমকাহিনি, প্রকাশ্যে 'টুথ পরী'র ট্রেলার
'পোনিয়ন সেলভান-১' ছবিতে দ্বিতীয়বার একত্রে দেখা গিয়েছিল ঐশ্বর্যা রাই বচ্চন ও দক্ষিণী অভিনেতা বিক্রমকে, ২০১০ সালে 'রাবণ' ছবির পর। 'পোনিয়ন সেলভান-১' ছিল মণি রত্নমের সঙ্গে ঐশ্বর্যর চতুর্থ ছবি। এর আগে ১৯৯৭ সালে 'ইরুভর', ২০০৭ সালে 'গুরু', ২০১০ সালে 'রাবণ'-এ কাজ করেছেন তাঁরা একসঙ্গে।