Pari Moni at Kolkata: কলকাতায় এলেন পরীমণি, সোহম-মধুমিতার সঙ্গে শ্যুটিং শুরু হল 'ফেলু বক্সী'-র
Pori Moni News Update: আজ শ্যুটিংয়ে যাওয়ার সময় ক্যামেরাবন্দি হয়েছেন মধুমিতাও। সোহমের চরিত্রের নামেই ছবির নামকরণ।

কলকাতা: এর আগেই প্রকাশ্যে এসেছিল এই ছবির খবর ও লুক। আর তারপরেই, জোরকদমে কাজ শুরু হয়ে গেল নতুন ছবি 'ফেলু বক্সি' (Felu Bakshi)-র। আর সেই ছবির শ্যুটিংয়ে মঙ্গলবার কলকাতায় এলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সঙ্গে একরত্তি ছেলে পদ্ম। ছেলেকে perambulator-এ বসিয়ে কলকাতা বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন পরীমণি। সবুজ শার্ট পরেছিলেন তিনি, চোখে চশমা, ঠোঁটে হাসি। আজ থেকেই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে।
'মিডিয়ানেক্সট এন্টারটেনমেন্ট'-এর সহযোগিতায় 'হিমানি ফিল্মস' তাদের নতুন ছবির কথা ঘোষণা করেছে ইতিমধ্যেই। এই ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করছেন, সোহম চক্রবর্তী (Soham Chakraborty), মধুমিতা সরকার (Madhumita Sarkar)। তাঁদের সঙ্গেই কাজ করবেন পরীমণি। এই ছবির পরিচালনা করছেন দেবরাজ সিংহ (Debraj Sinha)। থ্রিলার ঘরানার এই ছবির কাজ চলছে কলকাতাতেই।
আজ শ্যুটিংয়ে যাওয়ার সময় ক্যামেরাবন্দি হয়েছেন মধুমিতাও। সোহমের চরিত্রের নামেই ছবির নামকরণ। নতুন প্রজন্মের চরিত্র এই ‘ফেলু বক্সী’। সে চতুর, টেক-স্যাভি এবং নিজেকে সমস্ত প্রযুক্তির সঙ্গে সঙ্গে আপডেটেড রাখে এই ‘ফেলু বক্সী’। কিন্তু মনের দিক থেকে সে একেবারে সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে আর অপরাধের সমাধান করতে ভালবাসে। অপরাধের সমাধান করা তার কাছে রান্নার বই থেকে রেসিপি পড়ার মতো বিষয়। সে ঠিক যতটা নিজের খাবারের প্রতি শৌখিন, ততটাই অপরাধের সমাধানের প্রতি আবেগপ্রবণ।
এই ছবিতে 'দেবযানী'-র চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। দেবযানী এই ছবির রেডিও জকি, যার মনে ফেলু বক্সীর সহকারী হওয়ার একটা লুকনো বাসনা রয়েছে। ফলে ধরে নেওয়াই যেতে পারে ফেলু বক্সী ও দেবযানীর চরিত্রের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হবে। কিন্তু ছবির গল্পে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরীমণিকে। তাঁর চরিত্রের নাম 'লাবণ্য'। তাঁর চরিত্র থাকবে ষড়যন্ত্র এবং জটিলতায় আচ্ছন্ন, দর্শক যথাসময়ে ধীরে ধীরে সেই চরিত্রের স্তর বুঝতে পারবে। কাস্টে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে যোগ দেবেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার। আজ থেকেই শুরু হল এই ছবির শ্যুটিং।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
