এক্সপ্লোর
এক ছবিতে দেখা যাবে প্রভাস আর সলমন খানকে?

মুম্বই: সত্যি? বাহুবলী সিরিজের পর প্রভাস আর শুধু তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, বলিউডেও সম্ভ্রম জাগানো নাম। শোনা যাচ্ছে, পরিচালক রোহিত শেট্টি খুবই আগ্রহী দক্ষিণী এই নায়ককে নিয়ে। তাঁর ইচ্ছে, সলমন খানের সঙ্গে প্রভাসকে এক পর্দায় আনার। পিছিয়ে নেই কর্ণ জোহরও। বাহুবলীর প্রযোজক কর্ণ এবার প্রভাসকে হিন্দি ছবিতে আনার কথা ভাবছেন। প্রভাসের হাতে কাজ শেষ হলে তাঁর সঙ্গে এ ব্যাপারে কথা পাকা করবেন তিনি। তবে প্রভাস ছবি পিছু কত টাকা নিচ্ছেন জানেন? ৮০ কোটি! টানা ৫ বছর বাহুবলীকে দেওয়ার পর আর পিছন ফিরে তাকাতে চান না তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















