এক্সপ্লোর
Advertisement
৬৫-৭০ কোটি টাকার বড়সড় ওপেনিং পেতে পারে প্রভাস-শ্রদ্ধা কপূরের ‘সাহো’
আগামীকাল ৩০ আগস্ট বক্স অফিসে মুক্তি পাচ্ছে বাহুবলী খ্যাত প্রভাস এবং শ্রদ্ধা কপূরের ‘সাহো’। অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুক এই সিনেমার জন্য অনুরাগীরা সাগ্রহে অপেক্ষায় রয়েছেন। সিনেমার প্রথম ট্রেলার অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল। সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই সিনেমা নিয়ে জোর আলোচনা চলছে।
নয়াদিল্লি: আগামীকাল ৩০ আগস্ট বক্স অফিসে মুক্তি পাচ্ছে বাহুবলী খ্যাত প্রভাস এবং শ্রদ্ধা কপূরের ‘সাহো’। অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুক এই সিনেমার জন্য অনুরাগীরা সাগ্রহে অপেক্ষায় রয়েছেন। সিনেমার প্রথম ট্রেলার অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল। সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই সিনেমা নিয়ে জোর আলোচনা চলছে।
সুপারহিট ‘বাহুবলী’ ও ‘বাহুবলী ২’-র পর ‘সাহো’-র মাধ্যমে ফের বড় পর্দায় দেখা যাবে প্রভাসকে। এই সিনেমাও বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে। একটি বিনোদন ওয়েবসাইটের পূর্বাভাস অনুযায়ী, মুক্তির প্রথম দিনই ‘সাহো’ ৬৫-৭০ কোটি টাকার ব্যবসা করতে পারে। সিনেমার ব্যবসা সংক্রান্ত এক বিশেষজ্ঞ জানিয়েছেন, সাহো-র হিন্দি সংস্করণের ১৫-২০ কোটি টাকার ওপেনিং মিলতে পারে। তিনি বলেছেন, হিন্দি দর্শকদের মধ্যেও জনপ্রিয়তা রয়েছে প্রভাসের। তাই বড়সড় ওপেনিংয়ের সম্ভাবনা থাকছে।
হিন্দি ছাড়াও তামিল, তেলগু ও মালয়ালম ভাষাতেও এই সিনেমা মুক্তি পাবে। ওই বিশেষজ্ঞ জানিয়েছেন, দক্ষিণে এই সিনেমার বড়সড় ওপেনিং কার্যত নিশ্চিত। সবমিলিয়ে চারটি ভাষায় মুক্তির প্রথম দিনই ওই সিনেমা ৬৫ থেকে ৭০ কোটি টাকার ব্যবসা করতে পারে।
উল্লেখ্য, ‘সাহো’ সিনেমা তৈরি করতে প্রায় সাড়ে তিনশ কোটি টাকা খরচ হয়েছে। প্রভাস ও শ্রদ্ধা ছাড়াও নীল নিতিন মুকেশ, জ্যকি শ্রফ, চাঙ্কি পাণ্ডে, মহেশ মঞ্জেরেকর, অরুণ বিজয়, মুরলী শর্মা ও মন্দিরা বেদীর মতো শিল্পীদের অভিনয় দেখা যাবে এই সিনেমায়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement