Priya Prakash Varrier: কাজ পাচ্ছেন না, সিদ্ধার্থ-জাহ্নবীর ছবিতে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রইলেন 'উইঙ্ক গার্ল' প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার!
Param Sundari: ২০১৯ সালে 'উইঙ্ক গার্ল' হিসেবে সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন প্রিয়া। ২০১৯ সালে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ক্লিপিংস।

কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে জাহ্নবী কপূর (Janhvi Kapoor) ও সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) অভিনীত 'পরম সুন্দরী' (Param Sundari)। বক্সঅফিসে ভালই ব্যবসা করেছে এই সিনেমা। ২৯ অগাস্ট মুক্তি পেয়েছে এই সিনেমা। প্রশংসার পাশাপাশি ট্রোলিংয়েরও শিকার হয়েছে তবে এই ছবি। এই সিনেমায় জাহ্নবী তাঁর মালয়ালি উচ্চারণ নিয়ে ট্রোলড হয়েছেন। তবে নতুন একটি বিষয় প্রকাশ্যে আসতেই অবাক হয়ে গিয়েছেন অনেকেই। অনেকেরই মনে রয়েছে, 'উইঙ্ক গার্ল' প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার (Priya Prakash Varrier)-কে। তিনি ও এই ছবিতে রয়েছেন, তা জানতেন না অনেকেই। একটি একেবারেই ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই অবাক হয়েছেন অনেকেই।
২০১৯ সালে 'উইঙ্ক গার্ল' হিসেবে সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন প্রিয়া। ২০১৯ সালে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ক্লিপিংস। সেখানে একটি স্কুলের দৃশ্য দেখা যায়। একটি বেঞ্চে বসে রয়েছে একটি মেয়ে, আর দরজায় দাঁড়িয়ে রয়েছে একটি ছেলে। মেয়েটি ছেলেটির দিকে তাকিয়ে একবার চোখ মারছে। তারপরেই বিভোর হয়ে, বুকে হাত দিয়ে পড়ে যাচ্ছে ছেলেটি। সোশ্যাল মিডিয়ায় এই ক্লিপিংসটি ভাইরাল হয়ে যায়। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়া খুঁজে বের করে ফেলে সেই মেয়েটিকে। যে মেয়ের চোখের ইশারায় ঘায়েল হয়েছিল গোটা নেটদুনিয়া, সেই মেয়ে এখন সিনেমায় অভিনয় করছেন, অথচ জানতেই পারছেন না কেউই!
সদ্য একটি ক্লিপিং মুক্তি পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ভিড়ে মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন সিদ্ধার্থ মলহোত্র আর তাঁর বন্ধু। সেই ভিড়ের মধ্যেই মিশে থাকতে দেখা গেল 'উইঙ্ক গার্ল' প্রিয়া প্রকাশ ভ্যারিয়ারকে! শোনা গেল না তাঁর কোনও সংলাপ পর্যন্ত! চরিত্রের ও কোনো নাম নেই! তবে সোশ্যাল মিডিয়ার চোখ এড়াল না এই বিষয়টা। সোশ্যাল মিডিয়ায় প্রিয়ার সেই ক্লিপিং ছড়িয়ে পড়েছে। তাতে অনেকেই অবাক হয়েছেন যে, এক সময়ে জনপ্রিয়তা পাওয়া মেয়ের এ কি অবস্থা!
তবে প্রিয়ার এই সামান্য উপস্থিতিই দর্শকদের মধ্যে নজর কেড়েছে। সাদা একটি শাড়ি পরেছিলেন প্রিয়া। চুলে অর্ধেক খোঁপা আর অর্ধেক খোলা রেখেছিলেন চুল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রিয়ার এই লুক। তবে দর্শকেরা জানিয়েছেন, তাঁরা প্রত্যাশা করেছিলেন প্রিয়াকে আরও বড় চরিত্রে দেখার।

View this post on Instagram






















