Priyanka Chopra Update: নিক জোনাসের সঙ্গে কি বিবাহবিচ্ছেদ হচ্ছে প্রিয়ঙ্কা চোপড়ার? আসল সত্যিটা জানালেন অভিনেত্রীর মা
বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসের মধ্যে সম্পর্কে ফাটল দেখা দেওয়ার গুঞ্জন রটেছে। আর এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রীর মা মধু চোপড়া।
![Priyanka Chopra Update: নিক জোনাসের সঙ্গে কি বিবাহবিচ্ছেদ হচ্ছে প্রিয়ঙ্কা চোপড়ার? আসল সত্যিটা জানালেন অভিনেত্রীর মা Priyanka Chopra Jonas' Mother Rubbishes Rumours After Frenzy Over Actor Dropping Surnames From Insta Bio, Know In Details Priyanka Chopra Update: নিক জোনাসের সঙ্গে কি বিবাহবিচ্ছেদ হচ্ছে প্রিয়ঙ্কা চোপড়ার? আসল সত্যিটা জানালেন অভিনেত্রীর মা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/22/24ddfc9545cb2464e229bbd8b3f7c45d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সদ্যই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে স্বামী নিক জোনাসের পদবী সরিয়ে শুধু 'প্রিয়ঙ্কা' চোপড়া রেখেছেন 'ফ্যাশন' অভিনেত্রী (Priyanka Chopra)। আর তারপর থেকেই নিক জোনাসের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। মাত্র কিছুদিন আগেই দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রথ প্রভু এভাবেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যর পদবী সরিয়ে দিয়েছিলেন। আর তারপর তাঁদের বিবাহিত সম্পর্কে ফাটলের গুঞ্জন রটেছিল। সেই সময়ে মুখ না খুললেও কিছুদিন পরই সামান্থা এবং তাঁর স্বামী সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে নিজেদের বিবাহিত জীবন শেষ করার কথা ঘোষণা করেন। এবার দক্ষিণী অভিনেত্রীর মতোই সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে স্বামীর পদবী সরিয়ে দেওয়ায় প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসের মধ্যে বিবাহবিচ্ছেদের আশঙ্কা করছেন নেট নাগরিকরা। 'ফ্যাশন' অভিনেত্রীর মধ্যে সামান্থা রথ প্রভুর ছায়া দেখতে পাচ্ছেন তাঁরা। তাহলে কি সামান্থার পথেই পরবর্তীকালে হাঁটতে চলেছেন বলিউডের দেশি গার্ল? এবার এই জল্পনায় মুখ খুললেন প্রিয়ঙ্কা চোপড়ার মা মধু চোপড়া।
বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসের মধ্যে সম্পর্কে ফাটল দেখা দেওয়ার গুঞ্জন রটেছে। আর এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রীর মা মধু চোপড়া। এমন গুঞ্জন রটার পরই একটি সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা চোপড়ার মা জানিয়েছেন যে, এই গুঞ্জন একেবারেই সঠিক নয়। তার সঙ্গে এমন খবর না ছড়ানোর কথাও জানিয়েছেন তিনি।
মাত্র কিছুদিন আগেই দীপাবলিতে স্বামী নিক জোনাসের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। ছবিতে হাসিখুশি মুখে দুজনকে সময় কাটাতে দেখা গিয়েছিল। দোলনায় বসে থাকা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, 'দীপাবলিতে নতুন বাড়িতে দুজনে একসঙ্গে'। প্রায়শই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নানা ছবি এবং ভিডিও শেয়ার করতে থাকেন অভিনেত্রী। নিক জোনাসের সঙ্গেও তিনি নানা মুহূর্ত শেয়ার করেন। কিন্তু তাঁর আচমকা সোশ্যাল মিডিয়া থেকে স্বামীর পদবী মুছে ফেলা একেবারেই ভালো লক্ষণ বলে মনে করছেন না নেট নাগরিকরা। সামনেই তাঁর বিবাহবার্ষিকী। তার আগে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের এমন গুঞ্জনে মন খারাপ অনুরাগীদের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)